গোদাগাড়ীতে ঘাট ইজারাদারকে নিয়ে অপপ্রচারের অভিযোগ

প্রকাশিত: জুন ১৪, ২০২৪; সময়: ১১:১৯ অপরাহ্ণ |
গোদাগাড়ীতে ঘাট ইজারাদারকে নিয়ে অপপ্রচারের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর গোদাগাড়ীর আরিফুল ইসলাম বিপ্লব নামের এক ঘাট ইজারাদারকে নিয়ে অপপ্রচারের অভিযোগ উঠেছে। ১৪ জুন একটি অনলাইন নিউজ পোর্টালে এই অপপ্রচার চালানো হয় বলে অভিযোগ করেছেন বিপ্লব। আরিফুল ইসলাম বিপ্লবের বাড়ি গোদাগাড়ী উপজেলার বিদিরপুর গ্রামে।

এক প্রতিবাদ বিবৃতিতে আরিফুল ইসলাম বিপ্লব দাবি করেন, গোদাগাড়ীতে মাদক পারাপার করেই কোটিপতি ঘাটের ইজারাদার শিরোনামে প্রকাশিত সাংবাদে আমাকে জড়িয়ে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণদিত এবং মানহানিকর তথ্য তুলে ধরা হয়েছে। এসব বিভ্রান্তিকর তথ্য আমাকে বিব্রত করেছে, আমাকে জড়িয়ে যে সকল অপপ্রচার করা হয়েছে তার তীব্র প্রতিবাদ জানিয়েছে।

তিনি বলেন, সংবাদে উল্লেখ করা হয়েছে, ইজারা নেয়া ঘাট দিয়ে আমার ইশারায় রাত দিন পার হয়ে থাকে মাদকসহ অবৈধ মালামাল। আর এই মাদক ও অবৈধ মালামাল পার করেই কোটি কোটি টাকার মালিক বনে গেছেন বিপ্লব ঘাটিয়াল। গোদাগাড়ীর মাদক পারাপারের সবচেয়ে বড় সিন্ডিকেট হিসেবে আমার নাম উল্লেখ করা হয়েছে। যা ভিত্তিহীন ও উদ্দেশ্য মুলক। একটি চক্র আমাকে ফাঁসাতে গণমাধ্যম কর্মীদের মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে