লালপুরে পশুর চামড়া ছড়ানোর পরেই লবণ লাগিয়ে সংরক্ষণের পরামর্শ

প্রকাশিত: জুন ১৫, ২০২৪; সময়: ৩:৫৮ অপরাহ্ণ |
লালপুরে পশুর চামড়া ছড়ানোর পরেই লবণ লাগিয়ে সংরক্ষণের পরামর্শ

নিজস্ব প্রতিবেদক, লালপুর : নাটোরের লালপুর উপজেলায় ঈদুল আজহার দিন কোরবানির পশুর চামড়া ছড়ানোর পর যত দ্রুত সম্ভব লবণ দিয়ে তা সংরক্ষণের পরামর্শ দিয়েছে উপজেলা প্রশাসন।

শনিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে স্থানীয় এতিমখানা, হাফেজিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা ও লিল্লাহ বোডিং এর প্রধানদের সাথে আলোচনাকালে তিনি এই পরামর্শ দেন। তিনি জানান, সংরক্ষণের ত্রুটির কারণে বিশেষ করে খাসির চামড়া অনেকাংশ নষ্ট হয়ে যায়।

এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১১ টি প্রতিষ্ঠানে বিনা মূল্যে ১ হাজার ৩’শ ৯ কেজি লবণ বিতরণ করা হয়।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে