সৌদিতে হজে গিয়ে মৃত্যুর সংখ্যা ৯০০ ছাড়াল

প্রকাশিত: জুন ২০, ২০২৪; সময়: ১১:৩৭ পূর্বাহ্ণ |
খবর > ধর্ম
সৌদিতে হজে গিয়ে মৃত্যুর সংখ্যা ৯০০ ছাড়াল

পদ্মাটাইমস ডেস্ক : চলতি বছর সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে এ পর্যন্ত ৯২২ জনের মৃত্যু হয়েছে। বেশিরভাগই তীব্র গরমের কারণে মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

মৃতদের অধিকাংশই মিসরের নাগরিক। জানা গেছে, হজের শুরু থেকে এ পর্যন্ত অন্তত ৬০০ মিসরীয় হজযাত্রীর মৃত্যু হয়েছে। বার্তাসংস্থা এএফপি থেকে এ তথ্য জানা গেছে।

মক্কার বিভিন্ন হাসপাতাল এবং সৌদির বিভিন্ন দেশের দূতাবাসের তথ্য সহায়তার ভিত্তিতে মৃত হজযাত্রীদের একটি টালি করেছে এএফপি।

দেশটির আবহওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহ ধরে মক্কার তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। সোমবার মক্কার তাপমাত্রা ছিল ৫১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
সৌদিতে হজে গিয়ে মৃত্যুর সংখ্যা ৯০০ ছাড়াল
এবার হজে ৫৫০ জনের মৃত্যু

বিশ্বের বিভিন্ন দেশ থেকে এবার প্রায় ১৮ লাখ মানুষ হজ করতে গেছেন। যাদের মধ্যে অনেকেই মক্কার তীব্র গরমে অভ্যস্ত নন। এ ছাড়াও এমন হাজার হাজার যাত্রী রয়েছেন, যারা বিধি মেনে সৌদিতে আসেননি। ফলে এমন তাপমাত্রায় সুরক্ষা নিশ্চিতে যাত্রীদের জন্য যেসব সুবিধা বরাদ্দ করেছে সৌদির সরকার, সেসব তারা পাচ্ছেন না।

এদিকে আজ বৃহস্পতিবার থেকে হজের ফিরতি ফ্লাইট শুরু হচ্ছে, যা শেষ হবে আগামী ২২ জুলাই। প্রথমদিনে ৮৩৯ জন হাজি বাংলাদেশে ফেরার কথা রয়েছে। বুধবার (১৯ জুন) ধর্ম মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

গত শনিবার (১৫ জুন) চলতি বছরের হজ অনুষ্ঠিত হয়। ১২ জিলহজ জামারায় পাথর নিক্ষেপ করার শেষ দিন, হাজিরা পর্যায়ক্রমে ছোট, মধ্যম এবং বড় জামারায় পাথর নিক্ষেপ করার মধ্য দিয়ে শেষ করেন হজের আনুষ্ঠানিকতা।

এবার ৯ মে থেকে ১২ জুন পর্যন্ত সৌদি আরব যাওয়ার ফ্লাইট পরিচালিত হয়েছে ২১৮টি। বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট সংখ্যা ১০৬টি, সৌদি এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট ৭৫টি ও ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট ৩৭টি। এসব ফ্লাইটে সর্বমোট ৮৫ হাজার ২২৫ জন হজযাত্রী সৌদি আরবে গেছেন।

দেশে ফেরার সময় বিমান বাংলাদেশ এয়ারলাইনস অর্ধেক হজযাত্রী পরিবহন করবে। বাকি অর্ধেক পরিবহন করবে সৌদি এয়ারলাইনস ও ফ্লাইনাস এয়ারলাইনস।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে