আরও অবনতি চীনের বন্যা পরিস্থিতির

প্রকাশিত: জুন ২২, ২০২৪; সময়: ১১:৩৬ পূর্বাহ্ণ |
আরও অবনতি চীনের বন্যা পরিস্থিতির

পদ্মাটাইমস ডেস্ক : আরও অবনতি হয়েছে চীনের বন্যা পরিস্থিতির। ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে দেশটিতে এ পর্যন্ত ৪৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ অনেকে।

টানা বৃষ্টি, বন্যা আর ভূমিধসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়াংডং। প্রবল বর্ষণে ফসলি জমিসহ তলিয়েছে বহু ঘরবাড়ি, রাস্তাঘাট ও স্থাপনা। একাধিক ব্রিজ ও সেতু ভেঙে পড়ায় বিপর্যস্ত রাজ্যের যোগাযোগ ব্যবস্থা। এখনও বন্যার পানিতে আটকা পড়ে আছেন অনেকে। হাজার হাজার বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়েছে নিরাপদ আশ্রয়ে।এখনও চলছে উদ্ধারকাজ।

নজিরবিহীন এ দুর্যোগে এ পর্যন্ত ক্ষয়ক্ষতির শিকার অর্ধ লাখের বেশি মানুষ। ধারণা, এ পর্যন্ত ক্ষয়ক্ষতির আর্থিক মূল্য প্রায় সাড়ে ৬শ’ মিলিয়ন ডলার। অঞ্চলটিতে গত রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত রেকর্ড করা হয় সর্বোচ্চ ভারী বৃষ্টিপাত। যার জেরে সৃষ্টি হয় বন্যা পরিস্থিতি। আবারও তীব্র ঝড়ের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে