চাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে হেরোইনসহ গ্রেপ্তার ২ 

প্রকাশিত: জুন ২২, ২০২৪; সময়: ৭:০৯ অপরাহ্ণ |
চাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে হেরোইনসহ গ্রেপ্তার ২ 

কপোত নবী, চাঁপাইনবাবগঞ্জ : মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখা ডিবির অভিযানে ১৫০ গ্রাম হেরোইনসহ ২ জন গ্রেপ্তার হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা চাকপাড়া গ্রামের শ্রী রনজিত কর্মকার ওরফে ভুট্টু কর্মকারের ছেলে শ্রী সুমন কর্মকার (২৩) এবং একই গ্রামের মৃত মঞ্জুর আলীর ছেলে মোঃ শরিফুল ইসলাম (২৮)।

ডিবি’র এক প্রেসনোটে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার মো. ছাইদুল হাসান, বিপিএম, পিপিএম এর সার্বিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম এর তত্ত্বাবধানে এসআই মো. আসগর আলী পিপিএম এর নেতৃত্বে পুলিশের একটি দল তের রশিয়া মুন্না পাড়া গ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী শ্রী সুমন কর্মকার ও মো. শরিফুল ইসলাম কে শুক্রবার রাত পৌনে ৯ টার দিকে ১৫০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে