নিয়ামতপুরে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

প্রকাশিত: জুন ২৩, ২০২৪; সময়: ১:১১ অপরাহ্ণ |
নিয়ামতপুরে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক, নিয়ামতপুর : সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামীলগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

উপজেলা আওয়ামীলীগের আয়োজনে রবিবার (২৩ জুন) সকাল ১০টায় উপজেলা আওয়ামীলীগের নিজস্ব কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতকা উত্তোলন মধ্য দিয়ে প্রতিষ্ঠা পালনের শুভ সূচনা করা হয়।

বেলা ১১টায় নিয়ামতপুর সরকারী বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে হাজার হাজার আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকের নিয়ে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি মাঠ থেকে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা পরিষদ অডিটোরিয়ামে এসে শেষ হয়। র‌্যালি শেষে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী ও নওগাঁ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার এমপি।

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লবের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আবেদ হোসেন মিলন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বাবু ঈশ্বরচন্দ্র বর্মন, সরকার কামাল হোসেন, নিয়ামতপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বজলুর রহমান নঈম, হাজিনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুরঞ্জন বিজয়পুরী, উপজেলা যুবলীগের সভাপতি ও রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যান মোতালেব হোসেন বাবর, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান রায়হান কবির রাজু, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি নাদিরা বেগম, সাধারণ সম্পাদক শাহনাজ পারভীনসহ দলীয় ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

নিয়ামতপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগ: উপজেলার নিয়ামতপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগ আলাদাভাবে বাংলাদেশের ঐতিহ্যবাহী দল আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী আলাদাভাবে জাকজমকপূর্ণভাবে পালন করে।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নিয়ামতপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগ নিয়ামতপুর মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে নিয়ামতপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও অত্র ইউনিয়ন চেয়ারম্যান বজলুর রহমান নঈমের নেতৃত্বে শত শত নেতা, কর্মী ও সমর্থকদের নিয়ে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি জেলা পরিষদ অডিটোরিয়ামে এসে শেষ হয়। র‌্যালি শেষে জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে