পালাখাল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাবিবুর রহমান

প্রকাশিত: জুন ২৩, ২০২৪; সময়: ৪:৩৮ অপরাহ্ণ |
পালাখাল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাবিবুর রহমান

নিজস্ব প্রতিবেদক, কচুয়া : চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী পালাখাল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান মজুমদার জয়।

রোববার বিদ্যালয় মিলনায়তনে ম্যানেজিং কমিটির সদস্য বিল্লাল হোসেনের প্রস্তাব ও মাহবুব আলমের সমর্থনে সদস্যদের সর্বসম্মতিক্রমে হাবিবুর রহমানকে ওই বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত করা হয়।

উপজেলা একাডেমিক সুপারভাইজার ও প্রিজাইডিং অফিসার কেএম সোহেল রানার সভাপতিত্বে বিশেষ সাধারণ সভায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমান, পিটিএ কমিটির সভাপতি ইয়ার আহমেদ মজুমদার, দাতা সদস্য স্বাধীন চন্দ্র চৌধুরী, নব নির্বাচিত অভিভাবক সদস্য ছোলাইমান, বিল্লাল হোসেন, মাহবুব আলম, মোহাম্মদ মাসুদুল ইসলাম সরকার, সংরক্ষিত মহিলা সদস্য রিমা রানী মজুমদার, শিক্ষক প্রতিনিধি সুজন চন্দ্র চৌধুরী, নবীর হোসেন, মারুফা শাকিলা, সিংআড্ডা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র দাস, প্রভাষক সিহাদ হোসেন সাগর, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সৌরভ, আলমগীর হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান অভি, বিশিষ্ট সমাজসেবক তৈয়ব আলী মেম্বার, ছাত্রলীগ নেতা অন্তর হোসেন, সজীব সর্দার, রাফি মজুমদারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ইউপি চেয়ারম্যান হাবিুবর রহমান তাকে ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি নির্বাচিত করায় অভিভাবক সদস্য, শিক্ষকবৃন্দসহ এলাকাবাসীর নিকট কৃতজ্ঞতা জানান। বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও এলাকার শিক্ষার প্রসারে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে