চাঁপাইনবাবগঞ্জে আ.লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশিত: জুন ২৩, ২০২৪; সময়: ৬:০৯ অপরাহ্ণ |
চাঁপাইনবাবগঞ্জে আ.লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

রোববার (২৩ জুন) সকাল সাড়ে ৮ টার দিকে পৌর এলাকার ২ নং ওয়ার্ডের ওয়াল্টন মোড়ে অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি কলেজের সামনে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জারা জাবিন মাহবুব, সাবেক নারী সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি।

আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. গোলাম রাব্বানী, উপ দপ্তর সম্পাদক মনিরুল ইসলামসহ যুবলীগ ও কৃষকলীগসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে