কেশরহাটে আ.লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি

প্রকাশিত: জুন ২৩, ২০২৪; সময়: ৭:২৭ অপরাহ্ণ |
কেশরহাটে আ.লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভায় আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। রোববার (২৩ জুন) বিকাল সাড়ে ৫ টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়ক সংগ্লন্ন কেশরহাট বাজারে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা শেষে কেক কাটার আয়োজন করেন উপজেলা ছাত্রলীগ।

এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলফোর রহমান, মোহনপুর উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আফজাল হোসেন বকুল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি রুস্তম আলী প্রাং, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাকসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা, আওয়ামী লীগের প্রতিষ্ঠা, সংগ্রাম ও সাফল্যের নানা দিক নিয়ে আলোচনা করেন। তারা বলেন, দেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে উন্নয়ন ও অগ্রগতির প্রতিটি ক্ষেত্রে আওয়ামী লীগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আগামীতে এ ধারা অব্যাহত রাখতে মোহনপুরে নতুন করে সকল কমিটি সাজানো হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে