শিখা অনির্বাণে সেনাপ্রধানের শ্রদ্ধা

প্রকাশিত: জুন ২৪, ২০২৪; সময়: ১০:৫৮ পূর্বাহ্ণ |
শিখা অনির্বাণে সেনাপ্রধানের শ্রদ্ধা

পদ্মাটাইমস ডেস্ক : শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সোমবার (২৪ জুন) সকালে তিনি এ শ্রদ্ধা জানান। পরে বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল সেনাবাহিনী প্রধানকে সেনাকুঞ্জে গার্ড অব অনার প্রদান করে। সেখানে একটি গাছের চারা রোপন করেন জেনারেল ওয়াকার-উজ-জামান।

পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করবেন তিনি। এরপর সেখানে রক্ষিত পরিদর্শন বইতে স্বাক্ষর করবেন সেনা প্রধান।

এছাড়া, সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ ও বীর শহিদদের সম্মানে সালাম প্রদান করার কথা রয়েছে সেনাপ্রধানের।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে