সরকারের ধারাবাহিকতা আছে বলেই দেশে এত উন্নয়ন হচ্ছে : খাদ্যমন্ত্রী

প্রকাশিত: জুন ২৪, ২০২৪; সময়: ৩:৪৮ অপরাহ্ণ |
সরকারের ধারাবাহিকতা আছে বলেই দেশে এত উন্নয়ন হচ্ছে : খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, নিয়ামতপুর : সরকারের ধারাবাহিকতা আছে বলেই দেশে এত উন্নয়ন হচ্ছে। বঙ্গবন্ধু দেশ স্বাধীন না করলে যারা এই কলেজ তৈরী করেছে তারা এই কলেজ তৈরী করতে পারতো কিনা, করলেও তা সরকারী পর্যন্ত যেতে পারতা কিনা এটা বলা বড় বিপদ।

বঙ্গবন্ধু দেশ স্বাধীন না করলে আমিও এমপি মন্ত্রী হতে পারতাম না। সেই মহান নেতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাত দিয়েই ডিজিটাল বাংলাদেশ থেকে দেশ এখন স্মার্ট বাংলাদেশের পথে।

স্মার্ট বাংলাদেশ হিসাবে দেশকে গড়ে তুলতে হলে স্মার্ট নাগরিক হতে হবে, স্মার্ট সমাজ ব্যবস্থা হতে হবে, স্মার্ট সেবা হতে হবে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা সেই স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।

স্মার্ট মানে জিন্সের প্যান্ট পরে মুখে সিগারেট ধরিয়ে ঘুরে বেড়ানো না। নিয়ামতপুর সরকারী কলেজকে পূর্ণাঙ্গ সরকারী করতে পারলেই আমার পরিশ্রম সার্থক হবে।

সোমবার (২৪ জুন) বেলা ১০টার দিকে নিয়ামতপুর সরকারী কলেজের এইচএসসি শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথাগুলো বলেন।

নিয়ামতপুর সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মমতাজ হোসেন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ মোরশেদ, ওসি তদন্ত কওছার আলম, নওগাঁ জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ্ব আবেদ হোসেন মিলন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান রায়হান কবির রাজু, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমিন আরা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বাবু ঈশ্বর চন্দ্র বর্মন, সরকার কামাল উদ্দিন, আলহাজ্ব আব্দুস সামাদ প্রমূখ।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি এইচএসসি শিক্ষার্থীদের হাতে প্রবেশপত্র তুলে দেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে