নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় সেনা সদস্যের মৃত্যু

প্রকাশিত: জুন ২৪, ২০২৪; সময়: ৩:৫৭ অপরাহ্ণ |
নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় সেনা সদস্যের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে মোটরসাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংর্ঘষে নয়ন (২৮) নামে এক সেনাসদস্যের মৃত্যু হয়েছে। সোমবার (২৪ জুন) সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার চন্দননগর ইউনিয়নের পাইকড়া ধর্মপুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নয়ন নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়নের গোরাই গ্রামের লালচাঁন মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নয়ন সেনাবাহিনীতে চাকরি করতেন। ঈদের ছুটিতে বাডী আসছিলেন তিনি। সোমবার সকালে ছাতড়া বাজার থেকে নিজ বাড়ি ফেরার পথে এবং গাবতলী থেকে ছেড়ে আসা মাইক্রোবাসটি উপজেলার গাবতলী-ছাতড়া আঞ্চলিক সড়কের পাইকড়া ধর্মপুর মোড় এলাকায় এসে মুখোমুখি সংর্ঘষে জড়িয়ে পড়ে। এতেই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনা স্থানেই নয়নের মৃত্যু হয়।

নিয়ামতপুর থানার ওসি তদন্ত কওছার আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনা স্থানে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে