নাটোরে হেরোইন বহনের দায়ে একজনের যাবজ্জীবন

প্রকাশিত: জুন ২৭, ২০২৪; সময়: ৪:১৪ অপরাহ্ণ |
নাটোরে হেরোইন বহনের দায়ে একজনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, নাটোর : নাটোরে হেরোইন সংরক্ষণ ও বহনের দায়ে জুয়েল আলী নামে এক মাদক ব্যাবসায়ীকে যাবজ্জীবন দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩ আদালতের বিচারক মাইনুদ্দীন এই আদেশ দেন।

দন্ডপ্রাপ্ত জুয়েল আলী চাঁপাইনবাবগঞ্জ সদর থানার শাহীবাগ গ্রামের রমজান আলীর ছেলে।

নাটোর জজ আদালতের পিপি সিরাজুল ইসলাম মামলার এজাহার সূত্রে জানান, ২০২১ সালের ১৯ জুন রাতে গোপন সংবাদের ভিত্তিতে বড়াইগ্রাম উপজেলার মানিকপুর এলাকায় অভিযান চালায় পুলিশ।

এসময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী একটি নোহা মাইক্রোবাস থামিয়ে তাতে তল্লাশী করা হয়। তল্লাশীকালে গাড়ীর চালকের সীটের নিচ থেকে এবং গাড়ীর ভিতরে বিভিন্নস্থানে রাখা প্যাকেট থেকে ৪০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

পরে চালক জুয়েল আলীকে গাড়ীসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় জুয়েল আলীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। দীর্ঘ ৩ বছর মামলার স্বাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে আসামীর উপস্থিতিতে আদালতের বিচারক এই রায় ঘোষণা করেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে