পবা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের প্রথম সভা

প্রকাশিত: জুন ২৭, ২০২৪; সময়: ৪:১৭ অপরাহ্ণ |
পবা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের প্রথম সভা

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পবা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) সকালে উপজেলা পরিষদ হলরুমে প্রথম সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ফারুক হোসেন ডাবলু।

উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, ভাইস চেয়ারম্যান ফরিদুল ইসলাম রাজু, উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসনিম, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আসাদুজ্জামান।

বক্তব্য রাখেন- হরিপুর ইউপি চেয়ারম্যান বজলে রেজবী আল হাসান মন্জিল, হড়গ্রাম ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, দামকুড়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, দর্শনপাড়া ইউপি চেয়ারম্যান শাহাদত হোসেন সাব্বির, হরিয়ান ইউপি চেয়ারম্যান জেবের আলী।

উপস্থিত ছিলেন, উপজেলা এলজিইডি’র প্রকৌশলী মকবুল হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা শামসুন্নাহার, জনস্বাস্থ্য প্রকৌশলী শাহিনুর রহমান, বিএমডিএ কর্মকর্তা জামিনুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন, সমাজসেবা অফিসার জাহিদ হাসান রাসেল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির, যুব উন্নয়ন অফিসার এসএমএন জহুরুল ইসলাম, হিসাবরক্ষণ কর্মকর্তা আবুল কালাম আজাদ, সমবায় অফিসার সুলতানুল ইসলাম, পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা সোহেল রানা, বন উন্নয়ন কর্মকর্তা আব্দুল মান্নান, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা সাইদুর রহমান, খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা একেএম ফজলুল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার মোতাহার হোসেন, সহকারী প্রোগ্রামার শহিদুল ইসলাম শহিদ, নওহাটা পৌরসভার প্যানেল মেয়র রেশভানু বেগমসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

আলোচনা সভায় উপজেলা পরিষদের সকল দপ্তরের সঙ্গে পরিচিতি ও কার্যক্রম তুলে ধরে গুরুত্বপূর্ণ আলোচনা করেন অতিথিবৃন্দ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে