রাণীনগরে নব-নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদয়ের প্রথম সভা

প্রকাশিত: জুন ২৭, ২০২৪; সময়: ৮:১৭ অপরাহ্ণ |
রাণীনগরে নব-নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদয়ের প্রথম সভা

নিজস্ব প্রতিবেদক, রাণীনগর (নওগাঁ) : নওগাঁর রাণীনগর উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদয়ের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভা শুরুর আগে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদয় উপজেলা পরিষদে পৌছলে দলীয় নেতা-কর্মী সর্মথকরা ও উপজেলা পরিষদের পক্ষ থেকে তাদের ফুলেল শুভেচ্ছা জানান।

এছাড়া একই সময়ে উপজেলা পরিষদেও সদ্য সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ দুলু এবং বদলীজনিত কারণে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাস্সুমকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।

রাণীনগর উপজেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান রাহিদ সরদার।

অনুষ্ঠানে সদ্য বিদায়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু,উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাস্সম,ভাইস চেয়ারম্যান প্রদ্যুত কুমার সরকার,মহিলা ভাইস চেয়ারম্যান রুমা আক্তার,কৃষি কর্মকর্তা ফারজানা হক,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদি হাসানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা শেষে উপজেলা পরিষদ সদ্য সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু এবং বদলিজনিত কারনে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাস্সুমকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে