শিবগঞ্জে পাগলা নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু

প্রকাশিত: জুন ২৭, ২০২৪; সময়: ৮:৩০ অপরাহ্ণ |
শিবগঞ্জে পাগলা নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গোসল করতে গিয়ে নদীতে ডুবে ভবানী প্রসাদ (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার উজিরপুর ইউনিয়নের তালপট্টি গ্রামের শম্ভু সাহার ছেলে। বৃহস্পতিবার বিকালে পাগলা নদীর মহদীপুর ঘাটে এ ঘটনা ঘটে।

উজিরপুর ইউপি চেয়ারম্যান দুরুল হোদা জানান, ভবানী প্রসাদ বিকাল ৩টার দিকে পার্শ্ববর্তী পাগলা নদীর মহদীপুর ঘাটে গোসল করতে গিয়ে নদীতে ডুবে যায়। পরে স্থানীয়রা জানতে পেরে খোঁজাখুঁজির পর বিকাল ৫টার দিকে নিহতের উদ্ধার করে। শিবগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার সাব্বির হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগের এলাকাবাসী মরদেহ উদ্ধার করেছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে