সিরাজগঞ্জে হত্যা মামলার প্রধান ৩ পলাতক আসামী নাটোরে গ্রেপ্তার

প্রকাশিত: জুন ২৮, ২০২৪; সময়: ১২:২১ অপরাহ্ণ |
সিরাজগঞ্জে হত্যা মামলার প্রধান ৩ পলাতক আসামী নাটোরে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের চৌহালীতে চাঞ্চল্যকর কোরবান আলী (৭৫) হত্যা মামলার প্রধান তিন পলাতক আসামীকে নাটোরের সিংড়া থেকে র‍্যাবের অভিযানে গ্রেপ্তার করা হয়েছে।

আটককৃতরা হলো সিরাজগঞ্জের চৌহালী উপজেলার হাপানিয়া চরের মৃত জনাব আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৬২), তার স্ত্রী আনোয়ারা খাতুন (৫৫), ছেলে আল কামাল (১৮)।

র‍্যাব ১২ এর অধিনায়ক মারুফ হোসেন বিপিএম জানান, ধৃত আসামী ও অন্যান্য আসামীদের সাথে হাপানিয়ার কোরবান আলীর জমি সংক্রান্ত ও পারিবারিক দ্বন্দ্ব চলে আসছিলো। এরই প্রেক্ষিতে গত ১৯ জুন আসামীরা পূর্ব পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র, লাঠি দিয়ে এলোপাতাড়ি ভাবে মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে।

ভিকটিমের চিৎকারে প্রতিবেশীরা ভিকটিমকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টাঙ্গাইলে ভর্তি করায়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরদিন মারা যান। এ ঘটনায় নিহতের ভাতিজা রফিকুল ইসলাম ও বুদ্ধু মিয়া বাদী হয়ে থানায় পৃথক মামলা দায়ের করে।

এরই প্রেক্ষিতে গত বৃহস্পতিবার রাতে নাটোরের সিংড়া থানার শেরকোল আগপাড়া এলাকায় র‍্যাব অভিযান চালিয়ে ঐ ৩ জন পলাতক আসামীকে গ্রেপ্তার করে। শুক্রবার সকালে থানা পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে