কচুয়ায় কম্পিউটার প্রশিক্ষণ শিক্ষার্থীদের ফাইনাল লিখিত পরীক্ষা

প্রকাশিত: জুন ২৮, ২০২৪; সময়: ১২:২৫ অপরাহ্ণ |
কচুয়ায় কম্পিউটার প্রশিক্ষণ শিক্ষার্থীদের ফাইনাল লিখিত পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক, কচুয়া : বাংলাদেশ কম্পিউটার এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটির আওতায় চাঁদপুরের কচুয়ায় কম্পিউটার প্রশিক্ষণ শিক্ষার্থীদের ফাইনাল লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার পালাখাল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে গ্লোবাল কম্পিউটার এন্ড ট্রেনিং সেন্টারের আয়োজনে তিন মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ গ্রহণের পর শিক্ষার্থীদের লিখিত পরীক্ষা নেওয়া হয়। লিখিত পরীক্ষা ৫০ নম্বর ও ব্যবহারিক পরীক্ষায় ৫০নম্বর পরীক্ষা নেয়া হয়।

এসময় পালাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম,রাগদৈল ইমাম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিলন সরকার, গ্লোবাল কম্পিউটার এন্ড ট্রেনিং সেন্টারের পরিচালক গৌতম সরকারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এদিকে গ্লোবাল কম্পিউটার এন্ড ট্রেনিং সেন্টারের মাধ্যমে প্রশিক্ষণ গ্রহণের পর প্রতিবছর সফলতার সাথে কৃতিত্ব অর্জন করে আসছে শিক্ষার্থীরা।

তাছাড়া গ্লোবাল কম্পিউটার এন্ড ট্রেনিং সেন্টারের পরিচালক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সর্বদা সুনামের সাথে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের ভালো শিক্ষা গ্রহনের পাশাপাশি কাজ করে যাবেন বলেও জানান তারা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে