পত্নীতলায় মোটরসাইকেলের সাথে সাইকেলের সংঘর্ষে নিহত ১

প্রকাশিত: জুন ২৮, ২০২৪; সময়: ৭:৪২ অপরাহ্ণ |
পত্নীতলায় মোটরসাইকেলের সাথে সাইকেলের সংঘর্ষে নিহত ১

মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) : নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল ও সাইকেল সংঘর্ষে সাকিম (৫০) নামের এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত সাকিম উপজেলার পত্নীতলা ইউনিয়নের সম্ভুপুর গ্রামের ঝড়ুর ছেলে। এ ঘটনায় আরও ৩ জন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুন) রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, নজিপুরে – সাপাহার আঞ্চলিক সড়কের মাহমুদপুর মোড় বাজার সংলগ্ন এলাকায় মোটরসাইকেল ও সাইকেল মুখোমুখি সংঘর্ষে  দুটি যানের মোট ৪ জন ছিটকে পড়ে গুরুতর আহত হোন, স্থানীয়রা তাদের উদ্ধার  করে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজন কে ভর্তি করে নেন আর দুজনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য  রামেক হাসপাতালে রেফার্ড করেন। রাজশাহী যাওয়ার পথে এ্যাম্বুলেন্স  মহাদেবপুরে পৌঁছালে  সাকিম (৫০) শেষ নিশ্বাস ত্যাগ করেন।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ( ওসি) মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে