বড়াইগ্রামে কৃষি মেলার উদ্বোধন

প্রকাশিত: জুন ২৯, ২০২৪; সময়: ৪:০২ অপরাহ্ণ |
বড়াইগ্রামে কৃষি মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম : নাটোরের বড়াইগ্রামে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। কান্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে ফিতাকেটে মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।

উপজেলা পরিষদ চত্বরে ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা শারিমন সুলতানা।

বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবলু, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, ভাইস চেয়ারম্যান রেজাউল করিম ভুট্টু ও চামেলী বেগম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল কুদ্দুস। মেলায় ১০টি ষ্টল অংশগ্রহণ করেছে।

একই অনুষ্ঠানে ১৩৫০ জন নির্বাচিত কৃষক প্রনোদণার এবং ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থ ২৫০ কৃষককে বিনামূল্যে রোপা আমনের বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে