শিবগঞ্জে মারপিটের ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

প্রকাশিত: জুন ২৯, ২০২৪; সময়: ৪:১৬ অপরাহ্ণ |
শিবগঞ্জে মারপিটের ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : বগুড়ার শিবগঞ্জ উপজেলার সাদুল্ল্যাপুরে মারপিটের ঘটানায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

মামলা দায়েরের পর গত ২৭ জুন রাতে অভিযান চালিয়ে ২ জনকে গ্রেপ্তার করে ২৮ জুন তাদের জেল হাজতে পাঠায় থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, চঞ্চল দাস ও মানিক দাস।

মামলা ও গ্রামবাসী সূত্রে জানা যায়, চঞ্চল চন্দ্র দাস (২৮) ও সুদেব চন্দ্র দাস (৩৩) পাশাপাশি জমিতে হলুদের চারা লাগানোকে কেন্দ্র করে চঞ্চল দাসের সাথে বিগত কয়েকদিন যাবৎ সুদেব দাসের কথা কাটাকাটি ও বিরোধের জেরে এ মারামারির ঘটনা ঘটে।

পরে গত বুধবার (২৫ জুন) ৪ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী সুদেব দাসের স্ত্রী সুবর্ণা রানী।

এর আগে গত ২৩ জুন শিবগঞ্জ ইউনিয়নের সাদুল্যাপুর গ্রামে জমিতে হলুদের চারা লাগানোকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জেরে দু’পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে ১ জন শ্লীলতাহানিসহ ৪ জন আহত হন।

আহতরা হলেন- সুদেব দাস, মদন দাস, চায়না রানী, মিনা রানী। আহতরা শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শজিমেকে চিকিৎসা নিয়েছেন।

এ ব্যাপারে শিবগঞ্জ থানার ওসি আব্দুর রউফ জানান, মারপিটের ঘটনায় থানায় মামলা হয়েছে। ২ জনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে