বগুড়া পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমাদাবীর চেক হস্তান্তর ও প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশিত: জুন ২৯, ২০২৪; সময়: ৭:৩৮ অপরাহ্ণ |
বগুড়া পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমাদাবীর চেক হস্তান্তর ও প্রশিক্ষণ কর্মশালা

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট : পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের পপুলার ডিপিএস প্রকল্পের প্রকল্পের বগুড়া অঞ্চলের মেয়াদ উত্তীর্ণ গ্রাহকদের বীমাদাবীর ৮ লক্ষ ৩১ হাজার ৬৭৮ টাকার চেক হস্তান্তর ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ জুন) সকালে পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের বগুড়া সার্ভিস সেল কার্যালয়ে এ বীমাদাবীর চেক হস্তান্তর ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের পপুলার ডিপিএস প্রকল্পের বগুড়া সার্ভিস সেল ইনচার্জ সুজন কুমার বসাকের সভাপতিত্বে মেয়াদ উত্তীর্ণ বীমাদাবীর চেক হস্তান্তর ও প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের পপুলার ডিপিএস প্রকল্পের প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক আবু মঈদ শাহীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পপুলার ডিপিএস প্রকল্পের মহা ব্যবস্থাপক (উঃ) ও একুশে টেলিভিশন, দৈনিক আজকালের খবরের জেলা প্রতিনিধি এস এম শফিকুল ইসলাম।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন, পপুলার ডিপিএস প্রকল্পের সহকারী মহা ব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেন, ভাইয়ের পুকুর শাখা ব্যবস্থাপক জাহিদ হোসেন, দিনাজপুর শাখা ব্যবস্থাপক মাজহারুল ইসলাম, গাবতলী ইউনিট ম্যানেজার হেলাল উদ্দিন, সিমান্ত বাজার ইউনিট ম্যানেজার আবুল কালাম আজাদ, সেরুয়া বটতলা ইউনিট ম্যানেজার নুরুল ইসলাম নুরু , বিশালপুর ইউনিট ম্যানেজার নির্মল চন্দ্র , নিমগাছি ইউনিট ম্যানেজার মাসুদ রানা , সুঘাট ইউনিট ম্যানেজার আসাদুল ইসলাম ।

প্রশিক্ষণ কর্মশালা শেষে ৮ লক্ষ ৩১ হাজার ৬৭৮ টাকার বীমা দাবীর চেক গ্রাহকদের হাতে হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের পপুলার ডিপিএস প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক আবু মঈদ শাহীন ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে