নিয়ামতপুরে প্রথমদিনে অনুপস্থিত ১৫ জন এইচএসসি পরীক্ষার্থী

প্রকাশিত: জুন ৩০, ২০২৪; সময়: ৩:৪১ অপরাহ্ণ |
নিয়ামতপুরে প্রথমদিনে অনুপস্থিত ১৫ জন এইচএসসি পরীক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, নিয়ামতপুর : সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে একযোগে উচ্চ মাধ্যমিক স্তরের পাবলিক পরীক্ষার প্রথম দিন শান্তিপূর্ণভাবে অতিবাহিত হয়েছে। এবারে এইচএসসি পরীক্ষার্থী ১ হাজার ৮৮ জন। উপজেলায় মোট ২টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। নিয়ামতপুর উপজেলায় এইচএসসিতে ২টি কেন্দ্রে মোট ১ হাজার ৮৮জন পরীক্ষার্থী অংশ নিয়েছে।

কেন্দ্র-এ নিয়ামতপুর সরকারী কলেজ কেন্দ্রে ৬শ ২৬ জন, এর মধ্যে ছাত্র ২শ ৩০ জন এবং ছাত্রী ২শ ৯৬ জন, প্রথম দিন অনুপস্থিত ১০ জন, এর মধ্যে ছাত্র-২, ছাত্রী-৮জন। কেন্দ্র-বি বামইন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৬শ ৬২ জন, এর মধ্যে ছাত্র ৪শ ১১ জন, ছাত্রী ২শ ৫১ জন। প্রথম দিন অনুপস্থিত ৬জন, এর মধ্যে ছাত্র ছাত্র-৫, ছাত্রী-১ জন।

এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন আলিম পরীক্ষায় নিয়ামতপুর উপজেলায় একটি কেন্দ্রে মোট পরীক্ষার্থী সংখ্যা ১শ ২৩ জন। ছাত্র- ৬৯, ছাত্রী-৫৪জন। প্রথম দিন অনুপস্থিত ৬জন, ছাত্র- ৪জন, ছাত্রী-২জন। কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি (বিএমটি) শাখায় নিয়ামতপুর উপজেলায় ১টি কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩শ ৭২ জন।

এর মধ্যে প্রথম বর্ষে ছাত্র- ১শ ৬৩ জন, ছাত্রী ৬৩ জন সর্বমোট ২শ ২৬ জন। দ্বিতীয় বর্ষে ছাত্র ১শ ২ জন ছাত্রী ৪৪ জন সর্বমোট ১শ ৪৬ জন। প্রথম দিন অনুপস্থিত ২ জন। ছাত্র-১ জন, ছাত্রী-১ জন।

উপজেলার প্রত্যেক কেন্দ্র ঘুরে এবং প্রত্যেক কেন্দ্র সচিব কেন্দ্র-১ নিয়ামতপুর সরকারী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মমতাজ হোসেন মন্ডল, কেন্দ্র-২ এর বামইন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক বলেন, পরীক্ষার প্রথম দিন কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ মোরশেদ, সহকারী কমিশনার (ভূমি) রূপম দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সামাদ, একাডেমীক সুপারভাইজার জাকির হোসেন, উপজেলা আইসিটি অফিসার রাসেল রানাসহ রাজশাহী শিক্ষা বোর্ডের প্রতিনিধি পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে