বাগমারায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা

প্রকাশিত: জুন ৩০, ২০২৪; সময়: ৯:২৯ অপরাহ্ণ |
খবর > খেলা
বাগমারায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা

জ্যেষ্ঠ প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টার দিকে বাগমারা পাইলট উচ্চবিদ্যালয় মাঠে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু টুর্নামেন্টে গতবারের জেলা চ্যাম্পিয়ন মীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বঙ্গমাতায় নতুন দল চকমহব্বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। খেলার শুরুতে স্থানীয় সংসদ সদস্যের নির্দেশে খেলোয়াড়দের মাদক বিরোধী শপথ পাঠ করান।

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মধ্যে প্রধান অতিথি থেকে পুরষ্কার বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুবুল ইসলামের সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ জাকিরুল ইসলাম সান্টু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের শ্রম সম্পাদক প্রভাষক মাহাবুবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার আবুল, উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, সহকারী শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলাম, ভবানীগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র হাচেন আলী, গোয়ালকান্দি ইউপি চেয়ারম্যান আলমগীর সরকার, বাগমারা ডিগ্রি কলেজের অধ্যক্ষ জিয়াউল আলম রাবু, পাইলট উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলরুবা আফরোজ শিরিন, বনবন্ধু জাহেদুর রহমান ইকবাল, আওয়ামী লীগের নেতা আব্দুল জব্বার, এস, এম এনামুল হক, আব্দুর রাজ্জাক বাবু। খেলা পরিচালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মীর। সহকারী পরিচালক হিসেবে তাঁকে সহযোগিতা করেন আফজাল হোসেন, রহিদুল ইসলাম ও মঞ্জুর রহমান। টুর্নামেন্টের ধারা ভাষ্যকার হিসেবে ছিলেন নজরুল ইসলাম, নজিবুর ইসলাম ও মাহাবুর রহমান ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে