প্রবল বৃষ্টির পর রাস্তায় চলে এলো বিশাল কুমির

প্রকাশিত: জুলাই ১, ২০২৪; সময়: ২:৫৮ অপরাহ্ণ |
প্রবল বৃষ্টির পর রাস্তায় চলে এলো বিশাল কুমির

পদ্মাটাইমস ডেস্ক : কয়েকদিন ধরেই বেশ ভারী বৃষ্টিপাত হচ্ছে। এর মধ্যেই রাস্তায় চলাচল করছেন প্রয়োজনে ঘর থেকে বের হওয়া মানুষজন। তবে রাতের আঁধারে পথ চলতে গিয়েই বিস্ময়কর কিছু দেখে থমকে দাঁড়ান তারা।

বিপরীত দিক থেকে কোনও গাড়ি নয়, বেশ জোর কদমেই হেঁটে আসছে এক কুমির। আর এতেই হতবাক হয়ে যান অনেকে। মূলত প্রবল বৃষ্টির পর ওই কুমিরটি রাতের আঁধারে রাস্তায় চলে আসে।

ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহরাষ্ট্রে। সোমবার (১ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারী বৃষ্টির পরে মহারাষ্ট্রের উপকূলীয় রত্নাগিরি জেলার লোকেরা রাস্তায় একটি বিশাল কুমিরকে হাঁটেতে দেখে অবাক হয়ে গেছেন। গাড়িতে বসে থাকা এক যাত্রীর তোলা একটি ভিডিওতে চিপলুনের রাস্তায় এই সরীসৃপটিকে হাঁটতে দেখা গেছে।

কুমরটি নিকটবর্তী শিব নদী থেকে বেরিয়ে রাস্তায় চলে এসেছিল বলে সন্দেহ করা হচ্ছে। মূলত ওই নদীটি বহু সংখ্যক কুমিরের আবাসস্থল হিসেবে পরিচিত।

এদিকে এই ঘটনায় এলাকাবাসীকে কুমির সম্পর্কে সাবধান করে দেওয়া হয়েছে এবং কোথাও কুমির দেখতে পেলে কর্তৃপক্ষকে খবর দিতে বলা হয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা গেছে, বর্ষণমুখর রাতের রাস্তায় কুমিরটি হেঁটে বেড়াচ্ছে। সোমবার এই ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

রত্নাগিরি ভারতবর্ষীয় কুমিরের জন্য পরিচিত। নোনা জল এবং ঘড়িয়াল কুমির ব্যতীত এটি ভারতের তিনটি কুমির প্রজাতির মধ্যে একটি।

প্রসঙ্গত, চিপলুন এবং রত্নাগিরি জেলার অন্যান্য জায়গায় গত কয়েকদিন ধরে অবিরাম বৃষ্টি হচ্ছে। টানা বর্ষণে জেলার নদ-নদীর পানিও বৃদ্ধি পেয়েছে। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, রত্নাগিরি জেলায় বৃষ্টি চলবে আগামী ২ জুলাই পর্যন্ত।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে