লালপুরে চাকরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: জুলাই ১, ২০২৪; সময়: ৪:০১ অপরাহ্ণ |
লালপুরে চাকরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, লালপুর : নাটোরের লালপুরে চাকরি পূনর্বহালের দাবিতে মানববন্ধন করেছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতাধীন পেইড পেয়ার ভলেন্টিয়ার পদে নিয়োজিত কর্মীরা। সোমবার সকালে উপজেলা পরিষদের সামনে গোপালপুর-লালপুর সড়কের উপর এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন- কর্মরত ভলেন্টিয়ার তানিয়া, রাবেয়া ও আফসানা। বক্তারা বলেন, নিয়োগপত্র অনুযায়ী আমরা আমাদের কর্মে নিয়োজিত ছিলাম। এই নিয়োগে বছরকালীন নিয়োগ কার্যক্রম উল্লেখ থাকলেও পরিবার পরিকল্পনা শর্তানুযায়ী বলা হয়েছিলো যে কাজের দক্ষতা সন্তোষজনক হলে আমাদের কাজ চলমান থাকবে।

সেই শর্তানুযায়ী আমাদের সকল কাজ স্বতঃস্ফূর্তভাবে সম্পূর্ণ করেছি। কিন্তু হঠাৎ আমরা ২৩ জুন ২০২৪ ইং তারিখে চিঠির মাধ্যমে জানতে আমাদের চাকরি হইতে অব্যাহতি দেওয়া হয়েছে।

এমতাবস্থায় আমরা কোথায় গিয়ে দাঁড়াবো। আমাদের পারিবারিক অবস্থা বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চাকরি পুনর্বহালের জোর দাবি জানাচ্ছি।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে