চারঘাটে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

প্রকাশিত: জুলাই ২, ২০২৪; সময়: ২:৩৬ অপরাহ্ণ |
চারঘাটে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

নিজস্ব প্রতিবেদক, চারঘাট : ২০২৩-২৪ অর্থবছওে খরিপ-২/২০২৪-২৫ মৌসুমে উফশী আমন ধান ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে উপজেলা প্রশিক্ষণ কেন্দ্র মঙ্গলবার ( ০২ জুলাই) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান।

এসময় অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী ফিরোজ আহম্মেদ লনি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জমেলা বেগম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়ালি উল্লাহ মোল্লাহ, উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা সরকার এনায়েত কবির, চারঘাট ইউপি চেয়ারম্যান মতিউর রহমান মতি সহ বিভিন্ন ইউনিয়নের কৃষকবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ৫শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন ইউএনও সাইদা খানম।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে