দুর্ঘটনার কবলে ভারতের অলিম্পিক তারকা
প্রকাশিত: আগস্ট ২, ২০২৪; সময়: ১১:০৬ পূর্বাহ্ণ |
খবর > খেলা
পদ্মাটাইমস ডেস্ক : প্যারিস অলিম্পিকে অংশ নিতে গিয়ে গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছেন ভারতীয় গলফার দীক্ষা ডাগর। এ ঘটনায় দীক্ষা অক্ষত থাকলেও আহত হয়েছেন তার মা।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে জানানো হয়, মঙ্গলবার ইন্ডিয়া হাউজের অনুষ্ঠান শেষে ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়ে দীক্ষার গাড়ি।
অন্য একটি গাড়ি এসে ধাক্কা মারে দীক্ষাদের গাড়িটিকে। দুর্ঘটনার সময় দীক্ষা ছাড়াও গাড়িতে ছিলেন তার বাবা তথা ক্যাডি নরেন ডাগর। এছাড়া তার মা ও ভাইও ছিলেন গাড়িতে। এ দুর্ঘটনায় দীক্ষা আহত হননি এবং তিনি নির্ধারিত সূচি অনুযায়ী নিজের ইভেন্টে নামবেন বলে জানিয়েছেন তার বাবা।
প্রসঙ্গত, প্যারিস অলিম্পিক গেমসে আগামী ৭ আগস্ট থেকে শুরু হবে দীক্ষার গলফ ইভেন্ট। দীক্ষার এটি দ্বিতীয় অলিম্পিক গেমস।