লালপুরে মোবাইল ফোন না পেয়ে প্রাণ দিলো শিশু

প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৪; সময়: ৫:২৯ অপরাহ্ণ |
লালপুরে মোবাইল ফোন না পেয়ে প্রাণ দিলো শিশু

নিজস্ব প্রতিবেদক, লালপুর : নাটোরের লালপুর উপজেলার আঙ্গারীপাড়া গ্রামে মোবাইল ফোন না পেয়ে মায়ের ওপর অভিমান করে খুশি খাতুন (১২) নামে এক শিশু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে আঙ্গারীপাড়া গ্রামের আব্দুল খালেকের মেয়ে। বুধবার সন্ধায় এ ঘটনা ঘটে।

লালপুর থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান, খুশির মা একটি এনজিও থেকে ঋণের টাকা ওঠালে ওই টাকায় মোবাইল ফোন কিনে দেওয়ার বায়না ধরে খুশি। মা মোবাইল ফোন কিনে দিতে রাজি হলে ঘরের আড়ার সাথে রশি বেঁধে আত্মহত্যা করে খুশি।

এ ঘটনায় লালপুর থানায় ইউডি মামলা হয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে