মেকআপ তোলার ৪ সহজ উপায়
পদ্মাটাইমস ডেস্ক : নিজেকে সুন্দর রাখতে অনেকেই মুখে মেকআপ সামগ্রী ব্যবহার করেন। কিন্তু মেকআপ ব্যবহারের পর অনেকেই সঠিক নিয়মে তা তোলার সময় পান না। আবার অনেকে জানেনই না, মেকআপ তোলার সঠিক উপায় কী? তাই আজকের আয়োজনে থাকছে, মেকআপ তোলার সহজ ৪টি উপায় নিয়ে কিছু তথ্য।
রূপবিশেষজ্ঞরা বলছেন, সহজ ও সঠিক উপায়ে মেকআপ তোলার জন্য সর্বমোট চারটি উপাদানের প্রয়োজন হবে আপনার।
এগুলো হলো নারিকেল তেল, ফেসওয়াশ, ফেসপ্যাক ও টোনার। এই ৪ উপাদান দিয়ে সহজেই মেকআপ তুলতে প্রথমে বেছে নিন প্রাকৃতিক উপাদান নারিকেল তেলকে।
একগুচ্ছ তুলা বা ফেসিয়াল টিস্যু দিয়ে প্রথমে পুরো মুখ ওয়াইপ করুন। এরপর তুলা বা সে টিস্যুর ওপর দিন নারিকেল তেল।
নারিকেল তেল দিয়ে পুরো মুখ ওয়াইপ করে হাতে তেল লাগিয়ে পুরো মুখে ২ মিনিট ম্যাসাজ করতে হবে। এরপর একটি ভালো ব্র্যান্ডের ফেসওয়াশ দিয়ে পুরো মুখ ধুয়ে নিন।
এবার ফেস প্যাক ব্যবহার করা পালা। বাড়িতে কার্যকরী একটি ফেসপ্যাক তৈরি করতে চালের গুঁড়ার সঙ্গে গুঁড়া দুধ ও চিনি মিশিয়ে নিন। এক টুকরো লেবুর রস তাতে মিশিয়ে মুখে স্ক্রাব করুন। লেবুর খোসা দিয়েও এ স্ক্রাব করতে পারেন।
পানি দিয়ে মুখ ভালো করে ধুয়ে এবারে টোনার লাগান। টোনার হিসেবে গোলাপজল সারা মুখে মেখে এর ওপর ভালো ব্র্যান্ডের একটি ময়েশ্চারাইজার লাগান। মেকআপ তোলার পর এ ময়েশচারাইজার ক্রিম ত্বকের সুরক্ষা হিসেবে কাজ করবে।
তাই ত্বকের যত্নে ৪ উপায়েেই মেকআপ তুলতে চেষ্টা করুন। তা না হলে ত্বকে দেখা দিতে পারে দীর্ঘকালীন ব্রণ, ছোপ ছোপ কালো দাগের সমস্যা।