পলিথিন মুক্তকরণে ইবি গ্রীন ভয়েসের উদ্যোগ

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৪; সময়: ১:২৬ অপরাহ্ণ |
পলিথিন মুক্তকরণে ইবি গ্রীন ভয়েসের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক, ইবি : অপচনশীল ও সর্বনাশা পলিথিনের যথেচ্ছ ব্যবহার পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই পরিবেশ রক্ষার্থে ‘যুবরাই লড়বে সবুজ পৃথিবী গড়বে’ স্লোগানে এই পলিথিন মুক্তকরণ এবং পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েস।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ১০ টা থেকে বিশ্ববিদ্যালয়ের বটতলা, ঝাল চত্বর, ডায়না চত্বর, জিয়ামোড়, বঙ্গবন্ধু পুকুর পাড়, প্রশাসন ভবন এবং বিভিন্ন একাডেমিক ভবনের চারপাশ থেকে পলিথিন এবং আবর্জনা সংগ্রহ করে একত্রিত করে তা ধ্বংস করা হয়।

এ বিষয়ে কর্মসূচিতে অংশ নেয়া শিক্ষার্থীরা বলেন, “পরিবেশকে সুন্দর রাখতে হলে অবশ্যই পলিথিন মুক্ত রাখতে হবে। সেই লক্ষ্যে আজকে আমাদের এই কর্মসূচি। আমরা ক্যাম্পাসে পরে থাকা পলিথিনকে একত্রিত করে তা ধ্বংস করছি এবং সকলের কাছে একটি বার্তা পৌঁছে দিতে চাই যে, পলিথিনের ব্যবহার যতটা কমিয়ে আনা যায়।”

জিওগ্রাফি এন্ড এনভায়রনমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক আনিসুল কবির বলেন, “আমরা এমন একটা যুগে এসে দাঁড়িয়েছি যেটা ইকো সিস্টেমের যুগ। আমরা পলিথিন ইউজের সময় যদি একটু বুদ্ধি করে ইউজ করি, তাহলে সুন্দর একটা পরিবেশ গড়তে পারবো। তাই একটা পলিকে কতবার ইউজ করা যায় সর্বোচ্চ সেদিকে নজর দেয়া উচিত।

আমরা পলিথিনকে রিসাইক্লিং করছি না। আমাদের রিসাইকেল করতে হবে। আমাদের মনে করতে হবে পলিথিন সীমিত। যতটুকু আছে সে অংশই বারবার ব্যবহার করতে হবে। তাহলে পলিথিনকে সঠিকভাবে ব্যবহার করতে পারবো। এছাড়াও আমাদের প্রযুক্তি উদ্ভাবন করতে হবে কিভাবে পলিথিনকে মাটিতে মিশিয়ে দেয়া যায়।”

গ্রীন ভয়েসের সভাপতি উজ্জ্বল বলেন, “আজকে আমাদের মূল উদ্দেশ্য হলো বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে পড়ে থাকা পলিথিন বা যেসব দ্রব্য পচনশীল নয় সেগুলো কুড়িয়ে সংগ্রহ করা। সেজন্য আমরা তিনটি টিমে ভাগ হয়ে ক্যাম্পাসের ভিসি বাংলো থেকে শুরু করে বঙ্গবন্ধু পুকুর পাড় পর্যন্ত পরিচ্ছন্ন অভিযান চালিয়েছি। ৪০ বস্তার মতো পলিথিন এবং ময়লা আবর্জনা সংগ্রহ করেছি।”

তিনি আরও বলেন, “আমরা পরিচ্ছন্ন কর্মসূচি পালন করতে গিয়ে দেখেছি ক্যাম্পাসে পর্যাপ্ত ডাস্টবিন নেই। আমাদের প্রশাসনের কাছে আহ্বান থাকবে তারা যেনো বিভিন্ন পয়েন্টে পর্যাপ্ত ডাস্টবিনের ব্যবস্থা করে।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, “সামাজিক সংগঠন গ্রীন ভয়েজ যে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচি পালন করছে সেজন্য তাদের ধন্যবাদ জানাই। জুলাই বিপ্লবের মধ্য দিয়ে আমরা যে নতুন ক্যাম্পাসের স্বপ্ন দেখছি তারা এধরণের কাজের মাধ্যমে এগিয়ে এসে আমাদের সুন্দর ক্যাম্পাস গড়তে সহায়তা করবে আশা করি।”

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে