নাটোরে শিশু ধ’র্ষণ মামলায় বৃদ্ধের যাবজ্জীবন

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৪; সময়: ২:১২ অপরাহ্ণ |
নাটোরে শিশু ধ’র্ষণ মামলায় বৃদ্ধের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, নাটোর : নাটোরের বড়াইগ্রামে ৫ম শ্রেণীর ছাত্রকে ধর্ষণ মামলায় আবুল কাশেম ওরফে বাহাদুর (৬০) নামে একজনকে যাবজ্জীবনসহ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। এসময় অপরাধ প্রমাণিত না হওয়ায় ৭ জনকে খালাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ আব্দুর রহিম এই আদেশ দিয়েছেন। দন্ডপ্রাপ্ত আবুল কাশেম বড়াইগ্রামের গড়মাটি গ্রামের মৃত এবাদ আলীর ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ভিকটিম প্রতিদিন সকালে বাড়ির অদূরে শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে যায়। ২০১৮ সালের ১২ জুলাই সকালে প্রতিদিনের মত প্রাইভেট পড়তে যাওয়ার পথে প্রতিবেশী আবুল কাশেম ওরফে বাহাদুর শিশুকে ডাক দিয়ে বাহাদুরের ডেকোরেটরের দোকানে নিয়ে গিয়ে ভয় দেখিয়ে ধর্ষণ করেন।

এসময় শিশুটির চিৎকারে স্থানীয় একজন দোকানের ভিতরে শিশুটিকে দেখতে পেয়ে উদ্ধার করে তার বাবাকে মোবাইল ফোনে ঘটনাটি জানান। পরে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পর শিশুটির বাবা ঢাকা থেকে ফিরে এসে আবুল কাশেমসহ ৮ জনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করে। এ ঘটনায় পুলিশ তদন্ত করে আবুল কাশেমের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেন।

দীর্ঘ প্রায় সাড়ে ৬ বছর মামলার স্বাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে আবুল কাশেম ওরফে বাহাদুরকে যাবজ্জীবন ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালতের বিচারক।

নারী ও শিশু দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটার জানান, রায়ে মামলার অপরাধ প্রমাণিত না হওয়ায় বিজ্ঞ বিচারক অপর ৭ জনকে বেকসুর খালাসের আদেশ দিয়েছেন।

তারা হলেন- মাহফুজ, মন্টু, মোজাহিদ, আব্দুল আলিম, জুব্বার, মতিন ও মজনু। এছাড়া জরিমানার অর্থ ভিকটিম পাবে বলে আদেশ দিয়েছেন। সকলের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন বিচারক।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে