ত্বকের হাজার সমস্যায় টনিক মসুর ডাল
পদ্মাটাইমস ডেস্ক : আপনার রূপচর্চার জন্য প্রথমেই নানা প্রসাধনীর খোঁজ করেন অনেকেই। অথচ আপনার কাছেই যে রূপচর্চার কার্যকরী উপকরণ মজুত রয়েছে, সেদিকে আপনার কোনো নজরই নেই। আপনার মসুর ডাল এমন একটি উপাদান, যা ব্যবহারে আপনার ত্বক পরিচর্যায় নতুন মাত্রা এনে দেবে।
শুরু হচ্ছে শীতকাল। এই সময় ত্বকের চাই বাড়তি যত্ন। মসুর ডাল সেই যত্ন নিতে সক্ষম। ত্বক শুষ্ক হয়ে গেলেও মসুর ডালের ফেসপ্যাক ব্যবহার করা যায়। দুধের সঙ্গে ডালবাটা মিশিয়ে নিলে ত্বক আর্দ্রতা পাবে। এ ছাড়া শীতের রোদেও ত্বকে পোড়া দাগ পড়েই। মসুর ডাল বেটে মুখে মাখলে এক সপ্তাহেই সেই দাগ উধাও হয়ে যাবে।
ডাল এক ঘণ্টা পানিতে ভিজিয়ে রেখে মিহি করে বেটে নিন। শুধু সেটিই মেখে নেওয়া যায়। তবে ত্বকের আর্দ্রতা বাড়াতে সেই ডাল বাটার সঙ্গে দিতে হবে এক চা চামচ দুধ এবং এক চামচ অলিভ অয়েল। এরপর যেভাবে ব্যবহার করবেন, সেটি জেনে নিন।
গোসলের আগেই এই ফেসপ্যাক ব্যবহার করা ভালো। সপ্তাহে দুই থেকে তিন দিন এই প্যাক মাখা যায়। ১৫-২০ মিনিট রাখলেই মুখে শুকিয়ে যাবে প্যাক। তারপরে ধুয়ে ফেলুন।