ভাতপ্রেমীরা সকালের নাশতায় কী খাবেন, জানেন?

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৪; সময়: ৩:০১ অপরাহ্ণ |
ভাতপ্রেমীরা সকালের নাশতায় কী খাবেন, জানেন?

পদ্মাটাইমস ডেস্ক : সকালের নাশতায় অনেকেরই অভ্যাস রয়েছে ভাত খাওয়ার। বাঙালি এ সংস্কৃতি মেনে চললে ক্ষতি নেই। কিন্তু সুস্বাস্থ্য নিশ্চিতে ভাতের সঙ্গে সকালের নাশতায় কোন খাবার প্রাধান্য দেবেন, তা জানা জরুরী।

পুষ্টিবিদরা বলছেন, সকালের সময় যারা ভাত খেতে পছন্দ করেন তারা পাতে রাখুন সেরা ৪ উপাদান। এগুলো হলো সিদ্ধ ডিম, সিদ্ধ আলু, কালোজিরা ভর্তা ও ঘি। গরম ভাতের সাথে ঘি আর সেদ্ধ ডিম ও আলু, এমন খাবার দ্রুত সময় সকালে রান্না করা যায় যা পুষ্টিগুণে ভরপুরও।

সিদ্ধ ডিম: ডিমকে বলা হয় ‘সুপারফুড’। ডিমে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এবং মিনারেলস। প্রোটিনের সবচেয়ে ভালো উৎস হচ্ছে ডিম। এতে ক্যালোরিও থাকে বেশ কম। সকালের নাশতায় ডিম একটি পুষ্টিকর খাবার। তবে মনে রাখবেন, অন্য কোনো ভাবে নয়, ডিমের পুরো পুষ্টিগুণ পেতে সিদ্ধ করেই খাওয়া ভালো ডিমকে।

সিদ্ধ আলু: আলুতে রয়েছে গ্লুকোজ, অক্সিজেন, ভিটামিন বি কমপ্লেক্স, এমিনো এসিড, ওমেগা-৩, ভিটামিন সি, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, ফসফরাস ও অন্যান্য ফ্যাটি এসিড। যা ত্বকের সুরক্ষা নিশ্চিত করে পাশাপাশি মস্তিষ্ক সচল ও কর্মক্ষম রাখে। তাই দিনের শুরুতে সিদ্ধ আলুকে ডায়েটে প্রাধান্য দিতে পারেন।

ঘি: ঘি ভিটামিন এ, ডি এবং ই সমৃদ্ধ যা ত্বকের স্বাস্থ্য ও ঔজ্জ্বল্য ধরে রাখতে পারে। অন্যদিকে কালোজিরা প্রকৃতির এক বিস্ময়কর বীজ। একমাত্র মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ ধরা হয় কালোজিরাকে। নিয়মিত এ বীজ খাওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্বনবী হযরত মুহাম্মদ (স.)।

তাই সকালে ভাতপ্রেমীরা খাবারে গরম ভাতকে প্রাধান্য দিলে অবশ্যই সঙ্গে রাখুন ঘি, সিদ্ধ ডিম, সিদ্ধ আলু ও কালোজিরা ভর্তাকে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে