রুয়েটে শিক্ষার্থীবান্ধব প্রোভিসি নিয়োগের দাবি
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) শিক্ষার্থীবান্ধব ও দলীয় লেজুড়বৃত্তিবিহীন প্রো-ভিসি নিয়োগের দাবি জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেল ৪টায় রুয়েটের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শিক্ষার্থীরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সামি ইয়াসির সাদ বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে একটি বৈষম্যহীন, ছাত্র-শিক্ষক বান্ধব, গবেষণামুখী রুয়েটের স্বপ্ন দেখছি আমরা। এরই মধ্যে উপাচার্য নিয়োগের মাধ্যমে সেই পথ কিছুটা উন্মুক্ত হয়েছে। ২৪ এর চেতনাকে ধারণ করে আমরা চাই না কোনো বৈষম্যকে প্রশ্রয় দিতে।
বক্তব্যে সাদ বলেন, আমরা জানতে পেরেছি, শিক্ষার্থীদের স্বার্থের পরিপন্থি একজন শিক্ষককে প্রো-ভিসি নিয়োগের ব্যাপারে জোড় প্রচেষ্টা চলছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনেকখানি সফলভাবে এগিয়েও গিয়েছেন। বিপ্লব পরবর্তী সময়ে গত ২৫ আগস্ট দিবাগত রাতে তিনি শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। ছাত্রলীগের কতিপয় সন্ত্রাসীদের রক্ষা করার জন্য সাধারণ শিক্ষার্থীদের প্রতিহত করতে তিনি দলীয় বাহিনী নিয়ে থানায় আক্রমণ করেছিলেন। বিষয়টি জানার পর শিক্ষার্থীরা জনৈক শিক্ষকের ঐ পদক্ষেপের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। এই ঘটনার বিস্তারিত বিভিন্ন গণমাধ্যমের ২৬ আগস্টে প্রকাশিত সংবাদ থেকে জানতে পারবেন। বর্তমানে আমরা জানতে পেরেছি সেই শিক্ষক দলীয় মদদপুষ্টতা ও রাজনৈতিক ছত্রছায়ায় এখন পদায়নের চেষ্টা করছেন।
তিনি আরো বলেন, আমরা রুয়েটের সাধারণ শিক্ষার্থীরা এই পরিস্থিতিকে কেন্দ্র করে গভীর উদ্বেগ ও শঙ্কা প্রকাশ করছি। আমরা রুয়েটে একজন শিক্ষার্থীবান্ধব ও দলীয় লেজুড়বৃত্তিবিহীন প্রো-ভিসি নিয়োগের জোড় দাবি জানাচ্ছি।