পুঠিয়ায় আমন ধানের বাম্পার ফলন কৃষকের মুখে হাসি

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৪; সময়: ৬:২৮ অপরাহ্ণ |
খবর > কৃষি
পুঠিয়ায় আমন ধানের বাম্পার ফলন কৃষকের মুখে হাসি

মোহাম্মদ আলী, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলায় আমন ধানের বাম্পার ফলন হওয়ায় স্বপ্ন গুনছে কৃষক। উপজেলা জুড়ে রোপা আমন ধানের ক্ষেতগুলো ভরে উঠেছে সোনালী রঙে । আর ধান ক্ষেতগুলোকে নিয়ে কৃষকের রঙ্গিন স্বপ্নে হাসছেন চাষিরা। আবহাওয়া অনুকূলে থাকায় আমন ধানের ফলন ভাল হয়েছে বলে জানান কৃষকরা।

উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলায় রোপা আমন ধানের চাষাবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ হাজার ৫শ ৯৮ হেক্টর জমিতে এবং উৎপাদন লক্ষ মাত্রা ২৬ হাজার ৫শ ৯৪ মেট্রিকটন। যা গত বছর ছিলো ৭ হাজার ৪০০ হেক্টর জমিতে এবং উৎপাদন হয়েছলো ২৬ হাজার ৭শ ১৯ মে. টন ধান।এবারে আবহাওয়া অনুকূলে থাকার কারনে ধানের লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে বলে জানা যায়। আবহাওয়া অনুকূলে থাকায় কৃষকরা সোনালী ফসল ধান কাটটে শুরু করেছেন। ধান চাষী রাজ্জাক আলী জানান, আল্লাহর রহমতে এবারে ধান চাষে খরচ একটু কম হয়েছে এবং আবহাওয়া অনুকূলে থাকায়। ধানও ভালো হয়েছে।

জায়গীরপাড়া এলাকার ধান চাষি নজরুল ইসলাম জানান, এ মৌসুমের শুরু থেকেই আশানুরূপ বৃষ্টিপাত হওয়ায় ধানের জমিতে ৩-৪ দিন পানির সেচ দেওয়ার প্রয়োজন হয়েছে। এতে করে খরচটা অনেক কম হয়েছে এবং এ বছরে ধানে রোগ বালাই কম তাই ধানে ফলন ভালো হয়েছে এখন দাম কেমন হয় সেটাই দেখার বিষয় ।

উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার জানান, এ বছরে আবহাওয়া অনুকূলে থাকায় উপজেলায় ধানের চাষাবাদ অনেক ভালো হয়েছে। সেই সাথে ভালো আবহাওয়ার কারণে ধানের রোগ-বালাইও অনেক কম হয়েছে। ধান চাষে গতবারের চেয়ে ভালো ফলন হওয়ায় এবার লক্ষমাত্রা অর্জন হবে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে