রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের প্রশাসক স্থগিত চেয়ে করা রিট খারিজ
নিজস্ব প্রতিবেদক : দ্বিতীয় দফা হাইকোর্টে রিট পিটিশন করেও সরানো গেল না রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের প্রশাসককে। সোমবার বিচারক আকরাম হোসেন চৌধুরী ও কেএম রাশেদুজ্জামান রাজা এর বেঞ্চ শুনানি শেষে বাদি নজরুল ইসলাম হেলালের দায়ের করা প্রশাসক নিয়োগ স্থগিত চেয়ে পিটিশনটি গ্রহন না করে বিচারক স্বপ্রনোদিত ভাবে স্ট্যাটার্স-কো এর আদেশ দেন।
আদেশে বলা হয়েছে, রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ সর্বশেষ যে অবস্থায় রয়েছে সেই অবস্থায় থাকবে। এর ফলে বর্তমানে প্রশাসক যেভাবে চলাচ্ছেন তিনি সেভাবেই চলাবেন।
সোমবার প্রশাসক নিয়োগ স্থগিত চেয়ে দ্বিতীয় দফা রিট পিটিশন করেন বাস মালিক সমিতির নেতা নজরুল ইসলাম হেলাল। আদালতে বাদি পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল গোলাম রহমান ভূইয়া।
এর আগে প্রথম রিট পিটিশনটি শুনানি শেষে বিচারক প্রশাসক নিয়োগ স্থগিত না করার সিদ্ধান্ত নিলে বাদী পক্ষের আইনজীবী পিটিশনটি প্রত্যাহার করে নেন। প্রথম রিট পিটিশনে ফাহমিদা কাদির ও মুবিনা আসাফ বেঞ্চের শুনানিতে বাদি পক্ষে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রপক্ষে ছিলেন ব্যারিস্টার মুসফিকুর রহমান।
জানা গেছে, গত ৫ আগস্টের পর রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের পরিচালনার দায়িত্বে নিয়ে বিএনপিপন্থী বাস মালিকদের দুই পক্ষের মধ্যে হামলা ও মামলার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় বাণিজ্য মন্ত্রণালয় গত ১৭ অক্টোবর অতিরিক্ত বিভাগীয় কমিশনার তরফদার মোহাম্মদ আক্তার জামীলকে প্রশাসকের নিয়োগ দেয়।
এর বারো দিন পরে গত ২৯ অক্টোবর স্বশরীরে গিয়ে অতিরিক্ত বিভাগীয় কমিশনার তরফদার মোহাম্মদ আক্তার জামীল দায়িত্ব গ্রহণ করেন। বর্তমানে তিনি প্রশাসকের দায়িত্ব পালন করছেন। তবে অর্থনৈতিক বিষয়গুলো পরিচালনার জন্য সড়ক পরিবহন গ্রুপের দুইজন স্টাফকে আইনের মধ্যে থেকেই দায়িত্ব দিয়েছেন।
এদিকে, প্রশাসক নিয়োগ স্থগিত চেয়ে দ্বিতীয় দফা রিট পিটিশন খারিজ ও স্ট্যাটার্স-কো এর আদেশ দেয়ায় খুশি সাধারণ বাস মালিকরা। তাদের দাবী নিয়ম অনুয়ারী বাস ভর্তি জটিলতা দ্রুত নিরসন করে দ্রুত নির্বাচন দিয়ে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার।