ময়লা-আবর্জনামুক্ত ক্যাম্পাস গড়ার প্রত্যয় ইবি উপাচার্যের

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৪; সময়: ৭:১৩ অপরাহ্ণ |
ময়লা-আবর্জনামুক্ত ক্যাম্পাস গড়ার প্রত্যয় ইবি উপাচার্যের

নিজস্ব প্রতিবেদক, ইবি : পরিবেশ সংরক্ষণে ময়লা-আবর্জনামুক্ত ক্যাম্পাস গড়ায় প্রতিজ্ঞাবদ্ধ হতে বলেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। মঙ্গলবার (১২ নভেম্বর) দূষণমুক্ত ও পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ার লক্ষ্যে পালিত ‘গ্রিন ক্যাম্পাস ডে’ উপলক্ষে আয়োজিত র‍্যালি-পূর্ব বক্তৃতায় তিনি একথা বলেন।

উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘গ্রিন ক্যাম্পাস ডে’তে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হবো – আমাদের ক্যাম্পাসকে আমরা ময়লা-আবর্জনামুক্ত ক্যাম্পাসে পরিণত করব। পরিবেশ সংরক্ষণে আজ থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হবো।

তিনি আরও বলেন, আপনাদের প্রতিজ্ঞা করতে হবে, আমরা পরিবেশ দূষণকারী হব না। কাগজের টুকরো যেখানে-সেখানে ফেলবো না। বাংলাদেশের অনেক ক্যাম্পাস আছে যে ক্যাম্পাসকে বলা হয় ডাস্টবিন। কিন্তু সেটা আমাদের জন্য উদাহরণ না। আমাদের ক্যাম্পাসকে আমরা ডাস্টবিনে পরিণত করব না। নিজেরা ময়লা ফেলবো না, কাউকে ময়লা ফেলতে দেব না।

গ্রিন ক্যাম্পাস ডে পালন প্রসঙ্গে তিনি বলেন, আমি যতদিন এই ক্যাম্পাসে থাকবো আপনাদেরকে সাথে নিয়ে প্রতিবছর ১২ই নভেম্বর ‘গ্রিন ক্যাম্পাস ডে’ হিসেবে আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ে পালন করব। এবং আগামী দিনেও যারা থাকবেন আপনারাও এই দিনটিকে ‘গ্রীন ক্যাম্পাস ডে’ হিসেবে পালন করবেন। ক্যাম্পাস ময়লা-আবর্জনা মুক্ত হবে। ক্যাম্পাস সুন্দর হবে।

ক্যাম্পাসের দোকানদার এবং দোকান মালিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের দোকানের সামনে পরিষ্কার রাখবেন। একাডেমিক ভবন এবং প্রশাসন ভবন চত্বর পরিষ্কার রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, কাগজের টুকরা যেন এই বিশ্ববিদ্যালয়ে না থাকে। এটা কোন ঘোষণা না, এটি প্রতিজ্ঞা। ময়লামুক্ত ক্যাম্পাস গড়বো, সুন্দর জীবন গড়বো, সুন্দর শিক্ষার পরিবেশ গড়বো। এই হোক আমাদের প্রতিজ্ঞা।

এদিন উপলক্ষে উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে থেকে র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পরবর্তীতে ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্নকরণ ও সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ র‌্যালিতে অংশগ্রহণ করেন এবং পরবর্তীতে পরিচ্ছন্ন কর্মসূচিতে অংশ নেন।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে