ইতিহাস গড়লেন থান থুই
পদ্মাটাইমস ডেস্ক : ভিয়েতনামের প্রথম বিজয়ী হিসেবে ‘মিস ইন্টারন্যাশনাল’র ৬২তম আসরে ইতিহাস গড়লেন প্রতিযোগী হুইন থি থান থুই। টোকিওর জমকালো আয়োজনে বিজয়ীর মুকুট জিতে উচ্ছ্বসিত এ সুন্দরী।
‘মিস ইন্টারন্যাশনাল’র সুন্দরী প্রতিযোগিতায় এবারের আসরে লড়াইয়ের জন্য নানা দেশ থেকে সর্বমোট ৭০ জন সুন্দরীকে বাছাই করা হয়। মঙ্গলবার (১২ নভেম্বর) ছিল এ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে।
এ আসরে ৭০ প্রতিযোগীকে পেছনে ফেলে বিজয়ের মুকুট মাথায় তুলে নেন ২২ বছর বয়সী থান থুই। থান থুইয়ের এ মুকুট অর্জন বাড়িয়ে দিয়েছে ভিয়েতনাম দেশটির মর্যাদাও। কেননা এবারই প্রথম কোনো ভিয়েতনামের সুন্দরী ছিনিয়ে নিতে পেরেছে ‘মিস ইন্টারন্যাশনাল’ খেতাব।
বিজয়ী হবার পর সংবাদমাধ্যমে নিজের অভিব্যক্তি প্রকাশ করে থান থুই বলেন, ‘সবার প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি ভিয়েতনামের প্রথম মিস ইন্টারন্যাশনাল।’
থান থুই আরও বলেন, ‘অবশেষে আমি নিজেকে প্রমাণ করতে পেরেছি। ভিয়েতনামসহ সারা বিশ্বের ভক্তদের কাছ থেকে ভালোবাসা এবং সমর্থন পেয়েছি। সবাইকে ধন্যবাদ।’
থান থুই নিজ দেশে জনপ্রিয় মডেল। দেশ বিদেশের বিভিন্ন ফ্যাশন শোয়ের মঞ্চে তার উপস্থিতি চোখে পড়ার মতো। ক্যানসার প্রতিরোধ সহ নানামুখী সামাজিক কর্মকাণ্ডে জড়িত রয়েছে ভিয়েতনামের এ সুন্দরী।
প্রসঙ্গত, ‘মিস ইন্টারন্যাশনাল’সুন্দরী প্রতিযোগিতা সর্বপ্রথম শুরু হয় ১৯৬০ সালে জাপানে। এরপর ধীরে ধীরে এটি বিশ্বের সেরা তিন সুন্দরী প্রতিযোগিতার মধ্যে একটি হয়ে ওঠে।