প্যারাগুয়ের মাঠে আর্জেন্টিনার জার্সি থাকবে, মেসি সবার ঊর্ধ্বে: স্ক্যালোনি

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৪; সময়: ৩:৩৭ অপরাহ্ণ |
খবর > খেলা
প্যারাগুয়ের মাঠে আর্জেন্টিনার জার্সি থাকবে, মেসি সবার ঊর্ধ্বে: স্ক্যালোনি

পদ্মাটাইমস ডেস্ক : প্যারাগুয়ের মাঠ এস্তাদিও দেফেনসোরেস দেল চাকোতে স্বাগতিকদের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ। কিন্তু লিওনেল মেসির জন্য যেন ঘরের মাঠেই খেলা। আসলে ‘গোট’ বা গ্রেটেস্ট অব অল টাইম পরিচিতি তো আর এমনিই পাননি। পৃথিবীর যে প্রান্তেই খেলতে নামুকম, স্টেডিয়ামের সকল দর্শক যে মেসির জন্যই গলা ফাটায়! তাই তো আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে বিশেষ ব্যবস্থা নিয়েছে প্যারাগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশন। মাঠে আর্জেন্টিনা বা মাসের ১০ নম্বর জার্সি গায়ে দর্শক প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে তারা।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে সফরকারী আর্জেন্টিনা। দীর্ঘ ১৯ বছর আগে এই মাঠেই প্রথমবার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলেছিলেন মেসি। তবে তখনকার আর এখনকার মেসিতে বিস্তর তফাৎ। সেদিন আর্জেন্টিনার জার্সি গায়ে চাপানো মেসি শুধুই আর্জেন্টিনার তারকা ছিলেন। কিন্তু সময়ের পরিক্রমায় বিশ্বজুড়ে বিশাল এক সমর্থক গোষ্ঠী তৈরি হয়েছে মেসির। প্যারাগুয়েতেও আছে। আর প্রিয় খেলোয়াড়কে দেখতে তার জার্সি পরে মাঠে যাবে সমর্থক এটা স্বাভাবিক। কিন্তু মাঠে সমর্থকের গায়ে আর্জেন্টাইন ফরোয়ার্ডের ‘১০ নম্বর’ জার্সি বরদাশত করা হবে না- এমন সতর্কবার্তা দিয়েছে প্যারাগুয়ে ফুটবল ফেডারেশন।

তারা জানিয়েছে, নিরাপত্তা শঙ্কা থেকেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। স্টেডিয়ামে মেসির সমর্থকদের সঙ্গে স্বাগতিক দলের সমর্থকদের সংঘাতের আশঙ্কা থেকেই এমন সিদ্ধান্ত।

প্যারাগুয়ের আর্জেন্টাইন কোচ গুস্তাভো আলফারো আর্জেন্টিনা ও মেসির জার্সি নিষিদ্ধ করার কারণ পরিষ্কার করেছেন এভাবে, ‘তিনি মাঠে কোনো সংঘাত চান না।’ কিন্তু আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনির বিশ্বাস, মাঠে মেসি ঈ আর্জেন্টিনার জার্সি থাকবে, কারণ মেসি এসবের উর্ধ্বে।

গতকাল বুধবার (১৩ নভেম্বর) ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি বলেন, ‘প্যারাগুয়ের ফুটবলারদের জন্য সবাই চায় জাতীয় দলের জার্সি পরা হোক। কিন্তু লিও (মেসি) সবকিছুর ঊর্ধ্বে, আর্জেন্টিনার জার্সি তাই থাকবে (গ্যালারিতে)।’

স্ক্যালোনির যুক্তি, ‘এর অর্থ এই নয় যে, তারা (প্যারাগুইয়ানরা) প্যারাগুয়েকে সমর্থন করে না। আমার মতে, সে (মেসি) কী, তা ফুটবল-সংশ্লিষ্টদের স্বীকৃতি দেওয়ার ব্যাপারটি ভালো। জার্সি থাকলেই আর্জেন্টিনার সমর্থক হয়ে যাবেন, ব্যাপারটি এমনও নয়।’

এদিকে প্যারাগুয়ের আর্জেন্টাইন কোচ আলফারো গুস্তাভো বলেন, ‘এই শার্টের সঙ্গে আমার কোনো সমস্যা নেই। আমার এটি নিয়ে কোনো ধারণা নেই। আমার মনে হয় এটা সংঘাতের সম্ভাবনাকে কমিয়ে আনতেই। মেসি আগামীকাল আমাদের প্রতিদ্বন্দ্বী, আমি পেরুর (প্যারাগুয়ে ম্যাচের পরবর্তী ম্যাচ) বিপক্ষে তার জীবনের সেরা খেলার জন্য শুভকামনা জানাচ্ছি, কিন্তু সেটা আগামীকাল নয় (প্যারাগুয়ের বিপক্ষে)।’

এদিকে প্যারাগুয়ের ফুটবল অ্যাসোসিয়েশনের লাইসেন্সিং ম্যানেজার ফের্নান্দো ভিলাসবোয়াও নিশ্চিত করেছেন যে, স্টেডিয়ামে মেসি বা আর্জেন্টিনার জার্সি গায়ে কাউকে প্রবেশ করতে দেয়া হবে না। তিনি বলেন, ‘আমরা ইতিমধ্যেই সতর্ক করে দিয়েছি যে, স্থানীয় গ্যালারিতে প্যারাগুয়ে ছাড়া অন্য জার্সি পরে প্রবেশ করা যাবে না। প্রতিপক্ষের জার্সি পরে যারা আসবেন, তারা সেখানে থাকতে পারবেন না। এটা কোনো খেলোয়াড়ের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নয়। আমরা সব ফুটবলারের ক্যারিয়ারকে খুব সম্মান করি। এটি কেবল আমাদের হোম সুবিধার জন্য, যেটি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ।’

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে