বন্ধ থাকা সব বিদ্যুৎকেন্দ্র সচলের নির্দেশ হাইকোর্টের
পদ্মাটাইমস ডেস্ক : সব বিদ্যুৎকেন্দ্র দ্রুত চালু করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে, সরকার চাইলে ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর সঙ্গে চুক্তি পুনর্বিবেচনা করতে পারবে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) কুইক রেন্টালের দায়মুক্তি আইন অবৈধ ঘোষণা করে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী রুল জারি করেন।
রিটের পক্ষে শুনানি করা আইনজীবী ড. শাহদীন মালিক সাংবাদিকদের বলেন, আদালত মন্তব্য করেছেন যে, দায়মুক্তি দিয়ে তৈরি করা আইন অবৈধ এবং এককভাবে কোনো ব্যক্তির কাছে ক্রয় সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা গণতান্ত্রিক দেশে থাকতে পারে না, যা সংবিধানের পরিপন্থি।
তিনি আরো বলেন, কুইক রেন্টাল আইন ছিল একটি “লুটপাটের বিশেষ বিধান”, যা বিদ্যুৎ সরবরাহ না করেও চুক্তির পুরো টাকা পেতে সুবিধা দিয়েছিল। ২০১০ সালের কুইক রেন্টাল সংক্রান্ত আইন অনুযায়ী, বিদ্যুৎ সরবরাহ না করলেও কোম্পানিগুলো সম্পূর্ণ টাকা পেয়ে যেত, যা আইনগতভাবে লুটপাটকে সমর্থন করেছিল।
হাইকোর্ট সরকারের কাছে নির্দেশ দিয়েছে, যেন বন্ধ থাকা বিদ্যুৎকেন্দ্রগুলো দ্রুত চালু করা হয়, যাতে জনগণ বিদ্যুৎ সুবিধা পেতে পারে। এর পাশাপাশি, সরকার যদি চায়, তবে ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর সঙ্গে চুক্তি পুনর্বিবেচনা করতে পারবে।
এছাড়া, গত ২ সেপ্টেম্বর কুইক রেন্টাল সংক্রান্ত আইন এবং দায়মুক্তি বিষয়ে রুল জারি করে হাইকোর্ট। এর আগে, কুইক রেন্টালে দায়মুক্তি এবং ক্রয় সংক্রান্ত ৬(২) ধারার বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দুই আইনজীবী রিট আবেদন করেছিলেন।