উপাচার্য বরাবর ইবি ছাত্রদলের ১৯ দফা দাবি সম্বলিত স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক, ইবি : সংস্কারমনা ও শিক্ষার্থী স্বার্থ সংশ্লিষ্ট ১৯ দফা দাবি নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইবি শাখা। শনিবার (১৬ নভেম্বর) দুপুর ২ টার দিকে উপাচার্যের কার্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর নিকট এ স্মারকলিপি প্রদান করে ছাত্রদলের নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন ইবি শাখা ছাত্রলীগের আহ্বায়ক মো. সাহেদ আহম্মেদ সহ সদস্য সচিব মো. মাসুদ রুমী মিথুন, যুগ্ম আহবায়ক আনোয়ার পারভেজ, আনারুল ইসলাম, সদস্য রাফিজ আহমেদ, নুর উদ্দিন, সাব্বির হোসেন, তরীকুল ইসলাম সৌরভ এছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ।
দাবিসমূহ হলো, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা জোরদার করা, বহিরাগত প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ, আবাসিক হল গুলোতে অবস্থানরত শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা জোরদার করা, আবাসিক হল গুলোতে খাবারের মান বৃদ্ধির লক্ষ্যে হল ডাইনিংয়ের ভর্তুকি বৃদ্ধি করা, ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনার শাসনামলে বিশ্ববিদ্যালয়ের তিনগুণ বৃদ্ধিকৃত অতিরিক্ত ফি কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা, ইবি প্রতিষ্ঠার লক্ষ্য এবং উদ্দেশ্য অনতিবিলম্বে বাস্তবায়ন করা, বাংলাদেশী জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধের যে লক্ষ্য নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন তা বাস্তবায়ন করা, পরীক্ষা নিয়ন্ত্রক অফিসসহ বিশ্ববিদ্যালয়ের সকল দপ্তরে জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে হয়রানি নিরসন করা, সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে নিষিদ্ধ সংগঠন ও গণহত্যার দোসর ব্যতিত বিশ্ববিদ্যালয় শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও সকল রাজনৈতিক পক্ষগুলোকে একটি প্লাটফর্মে সহাবস্থান নিশ্চিত করা, স্বৈরাচারী দোসরদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা যেন বাধাহীনভাবে সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করা, নিয়মিত ক্যাম্পাস পরিষ্কার ও পর্যাপ্ত ডাস্টবিন স্থাপন নিশ্চিত করা, ক্যাম্পাসে র্যাগিং সম্পূর্ণভাবে নির্মূল করতে যথাযথ পদক্ষেপ নেওয়া, সেশনজট নির্মূলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা, মাদকমুক্ত ক্যাম্পাস নিশ্চিতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা, শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসের সকল গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরার ব্যবস্থা করা, আলোর স্বল্পতা নিরসনে পর্যাপ্ত লাইটিংয়ের ব্যবস্থা নিশ্চিত করা, চিকিৎসা কেন্দ্রে আধুনিক চিকিৎসা নিশ্চিতে যথাযথ পদক্ষেপ নেয়া, মেধার ভিত্তিতে আবাসিক হল গুলোতে শিক্ষার্থীদের আবাসিকতা নিশ্চিত করা এবং আবাসিক হল ও ভবনগুলোতে দ্রুতগতির ওয়াইফাই ব্যবস্থা নিশ্চিত করা, প্রত্যেক বিভাগের শ্রেণিকক্ষ সংকট নিরসন করা ও আবাসিক হল গুলোর রিডিং রুমে পড়াশোনার প্রয়োজনীয় সর্বাত্বক ব্যবস্থা গ্রহণ করা, কেন্দ্রীয় লাইব্রেরী প্রত্যেকদিন খোলা রাখা ও পড়াশোনার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, ফিটনেস বিহীন পরিবহন নিষিদ্ধ সহ পরিবহন ব্যবস্থায় ভোগান্তি নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা, বিশ্ববিদ্যালয় ডায়েরি ও ক্যালেন্ডারে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম অন্তর্ভুক্ত করা এবং বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরে জিয়া স্মৃতি কমপ্লেক্স নির্মাণ করা।
এসময় আহ্বায়ক মো. সাহেদ আহম্মেদ বলেন, আমাদের দাবিসমূহ গুরুত্ব সহকারে বিবেচনা করবেন এবং অতি দ্রুততার সাথে এটার পূর্ণ বাস্তবায়ন করবেন বলে আমি আশা করি।
ইবি উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ছাত্রদলের পক্ষ থেকে যে স্মারকলিপি দেওয়া হয়েছে এগুলোর সব দাবিই যৌক্তিক। যৌক্তিক দাবি পূরণে আমাদের চেষ্টা সবসময় থাকবে।