নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের প্রযুক্তি ও ইংরেজিতে দক্ষতা বৃদ্ধিতে কর্মশালা

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৪; সময়: ৭:০৫ অপরাহ্ণ |
নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের প্রযুক্তি ও ইংরেজিতে দক্ষতা বৃদ্ধিতে কর্মশালা

নিজস্ব প্রতিবেদক : নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের প্রযুক্তি ও ইংরেজিতে দক্ষতা বৃদ্ধিতে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ইউনিভার্সিটির সিএসই ও ইইই বিভাগ কর্তৃক পরিচালিত UNDP Futurenation এর উদ্যোগে Scholarship Program “Business & Social English Skills and Frontier Technology Skills” শীর্ষক কর্মশালায় দুই শতাধিক শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণে করেন। কর্মশালার উদ্বোধন করেন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. বিধান চন্দ্র দাস।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর মো. আনসার উদ্দিন, নির্বাহী পরিচালক রিয়াজ মোহাম্মদ এবং সিএসই ও ইইই বিভাগের শিক্ষকমণ্ডলী। বিভিন্ন সেশন পরিচালনা করেন ইউএনডিপি ফিউচার নেশনের প্রতিনিধিগণ।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে