মির্জা ফখরুলের সঙ্গে বৈঠকে ভুটানের রাষ্ট্রদূত
প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৪; সময়: ১:৫৮ অপরাহ্ণ |
খবর > রাজনীতি
পদ্মাটাইমস ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েনসিল। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে, এক ব্রিফিংয়ে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী জানান, বাণিজ্য এবং পারস্পরিক সম্পর্কসহ নানা ইস্যুতে ঘণ্টাব্যাপী আলোচনা হয়েছে।
এসময় বাংলাদেশের সঙ্গে বাণিজ্য আরও শক্তিশালী করার কথা বলেছে ভুটান। সেইসাথে বাংলাদেশে হাইড্রো-ইলেকট্রিক পাওয়ার রফতানিতেও আগ্রহ দেখিয়েছে দেশটি। সার্ককে কার্যকর করার মাধ্যমে গোটা দক্ষিণ এশিয়ার সম্পর্ক আরও জোরদার করার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান আমীর খসরু।
এসময় আরও উপস্থিত ছিলেন দলের সাংগঠিক সম্পাদক শামা ওবায়েদ।