পৌরকর ও ট্রেড লাইসেন্স নবায়নে সারচার্জ মওকুফের সুবিধা

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৪; সময়: ৬:৫৯ অপরাহ্ণ |
পৌরকর ও ট্রেড লাইসেন্স নবায়নে সারচার্জ মওকুফের সুবিধা

নিজস্ব প্রতিবেদক : সারচার্জ বিহীন বকেয়া পৌরকর ও ট্রেড লাইসেন্স নবায়নের সময়বৃদ্ধি করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। রাজশাহী সিটি কর্পোরেশন ২০২৪-২৫ অর্থ বছরের পৌরকরের উপর ১০% রেয়াত/রিবেট সুবিধা এবং পৌরকর ও ট্রেড লাইসেন্স বকেয়ার উপর ১৫% সারচার্জ আগামী ৩০ নভেম্বর ২০২৪ পর্যন্ত মওকুফ করা হয়েছে। রাসিকের রাজস্ব বিভাগের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রধান রাজস্ব কর্মকর্তা জানান, হোল্ডিং মালিকগণ এখন পর্যন্ত পৌরকরের বিল পরিশোধ করেন নাই তাদেরকে বকেয়ার উপর সারচার্জ মওকুফসহ ২০২৪-২৫ অর্থবছরের চার কিস্তির উপর ১০% বেয়াত/রিবেট সুবিধা এবং ব্যবসায়ীদের সারচার্জ বিহীন ট্রেড লাইসেন্স নবায়নের সময়সীমা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করেছে রাজশাহী সিটি কর্পোরেশন।

এ সময়ে হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স নবায়নের উপর ১৫% সারচার্জ মওকুফ করা হয়েছে।

উক্ত সুবিধাসমূহ গ্রহণ করে আগামী ৩০ নভেম্বরের মধ্যে পৌরকর ও ট্রেড লাইসেন্স নবায়ন করতে সম্মানিত মহানগরবাসীর প্রতি অনুরোধ জানানো হয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে