সাব-রেজেট্রি অফিসের চাকুরি জাতীয় করণের দাবিতে নওগাঁয় আমরণ অনশন

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৪; সময়: ৫:৪৬ অপরাহ্ণ |
সাব-রেজেট্রি অফিসের চাকুরি জাতীয় করণের দাবিতে নওগাঁয় আমরণ অনশন

নিজস্ব প্রতিবেদক, নওগাঁঃ সারা বাংলাদেশের কেন্দ্রিয় কর্মসুচির অংশ হিসেবে ৫১৬টি সাব-রেজেট্রি অফিসে কর্মরত নকল নবিশদের চাকুরি জাতীয় করণের দাবিতে নওগাঁয় আমরণ অনশন কর্মসুচি পালন করছে নকল নবিশরা।

দ্বিতীয় দিনের মত সোমবার (২৫ নভেম্বর) সকাল ১০টা থেকে নওগাঁ সদর উপজেলা সাব-রেজেট্রি অফিসে নকল নবিশরা চাকুরি জাতীয় করণ না হওয়া পর্যন্ত আমরণ অনশন কর্মসুচি শুরু করেছে ।

বাংলাদেশ এক্সট্রা – মোহরার (নকল নবিশ) এসোসিয়েশনের নওগাঁ সদর শাখার সভাপতি সভাপতি নাজিম উদ্দিন এর নেতৃত্বে এই আ-মরণ অনশনে এসোসিয়েশনের সেক্রেটারি লোকমান হাকিম, সাংগঠনিক সম্পাদক মো: হাসিবুল ইসলাম, মহিলা সম্পাদিকা মোছা: সুরভী আখতার সহ সদর সব-রেজিট্রি অফিসের নকল নবিশরা অংশ নেন।

এসময় অনশনকারিরা জানান- সরকারি অফিসে চাকুরি করেও কেন তাদের বে-সরকারি সুযোগ সুবিধা ভোগ করতে হবে। এমন বৈষ্যম থেকে মুক্তি পেতে তাদের এই আ-মরণ অনশন। গত ৩৭দিন ধরে তাদের কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে তাদের কলম বন্ধ রেখেছেন। আজ অনশনের দ্বিতীয় দিনে তারা জানান দাবি আদায় না হওয়া পর্যন্ত আ-মরণ অনশন অব্যাহত থাকবে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে