গুরুদাসপুরে স্বামীর পৈত্রিক সম্পত্তি ফিরে পেতে সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর: নাটোরের গুরুদাসপুরে স্বামীর পৈত্রিক সম্পত্তি ফিরে পেতে সংবাদ সম্মেলন করেছেন মোছাঃ মনোয়ারা বেগম।
সোমবার (২৫ নভেম্বর) বেলা ১২ টার দিকে চাঁচকৈড় বাঁশহাটায় এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে মোছাঃ মনোয়ারা বেগম তার লিখিত বক্তব্যে উল্লেখ করে বলেন আমার স্বামীর পৌত্রিক সুত্রে প্রাপ্ত।
তিনি বলেন, পৌর শহরের চাঁচকৈড় মৌজায় খতিয়ান নং ২৭৪৭, ২৭২২, ২৭২৩, ২৭২৪, ২৭২৫, ২৭২৬, ২৭২৭, ২৭২৯, ভিটা/ ধানী/ বাড়ী আমরা একসময় জমিটি দখলে ছিলাম। গত ১৭ বছর ধরে অভিযুক্ত সাবেক পৌর মেয়র মোঃ শাহনেওয়াজ (৫৫) মোঃ শাহিনুর মোল্লা (৬৫) মোঃ এমদাদুল মোল্লা (৬০), মোছাঃ সালমা বেগমসহ মোট ১৩ জন দখল করে রাখায় তাদের বিরুন্ধে গত রোববার গুরুদাসপর থানায় একটি অভিযোগ দিয়েছি।
তিনি আরো বলেন সাবেক পৌর মেয়র মোঃ শাহনেওয়াজ আলী মেয়র বিবাদী সালমাকে দিয়ে আমাদের বেশী অত্যাচার করেছে। এমন কি পানি দেওয়া বন্ধ করে আমি বাধা দিলে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ বিভিন্ন প্রকার ভয়-ভীতি সহ যখমের হুমকি প্রদান করে। এখন পর্যন্ত বিবাদীরা জোরপূর্বক দখল করে রেখেছে। বিষয়টির সুষ্ঠ সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন বলেন, অভিযোগ পেয়েছি তবে উভয় পক্ষকে বিজ্ঞ আদালতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।