নন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতে দুই দোকানীর জরিমানা
নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম (বগুড়া) : বগুড়ার নন্দীগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি করার অপরাধে দুই মিষ্টার দোকানীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার এ জরিমানার করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে উপজেলার শিমলা বাজার মনিটরিং করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার। এ সময় তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভাই বোন মিষ্টান্ন ভান্ডারের মালিক জনাব আলীকে এক হাজার টাকা ও সাকিব হোটেল এন্ড মিষ্টান্ন ভাণ্ডারের মালিক শাহীন আলমকে এক হাজার টাকা জরিমানা করেন।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার বলেন, বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে। বাজার মনিটরিং কার্যক্রম চলাকালে কোনো অনিয়ম বা অপরাধ দেখলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।