ছয় দফা দাবি বাস্তবায়নে গোপীনাথপুর আইএইচটির শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৪; সময়: ৭:০২ অপরাহ্ণ |
ছয় দফা দাবি বাস্তবায়নে গোপীনাথপুর আইএইচটির শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট : জয়পুরহাটের গোপীনাথপুর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) শিক্ষার্থীরা কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন। বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসী ও ছাত্র সংগ্রাম পরিষদের ব্যানারে গত তিন দিন ধরে একাডেমিক ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে তাঁরা এ কর্মসূচি অব্যহত রেখেছেন।

কমপ্লিট শাটডাউন কর্মসূচির খবর পেয়ে মঙ্গলবার বেলা ১১ টায় আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুরুল আলম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম ও গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাবিবুর রহমান ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে এসে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাঁদের ক্লাসে ফিরতে অনুরোধ করেন। এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা ইউএনওকে বলেন, তাঁরা আশ্বাস নয়, বাস্তবায়ন চান। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান।

প্রত্যক্ষদর্শী ও গোপীনাথপুর আইএইচটি সূত্রে জানা গেছে, ফার্মেসী ও ল্যাব টেকনোলজিস্টদের দশম গ্রেডসহ ছয় দফা দাবিতে আইএইচটি শিক্ষার্থীরা ৪৮ দিন ধরে মানববন্ধন কর্মসূচি পালন করছিলেন। এরই ধারাবাহিকতায় ২০ নভেম্বর থেকে তাঁরা ক্লাস বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করেন। গত রোববার থেকে প্রতিষ্ঠানের একাডেমিক ভবনের মূল ফটকে তাঁরা তালা ঝুলিয়ে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন শুরু করেছেন। মঙ্গলবারও তাঁরা এই কর্মসূচি অব্যহত রেখেছেন। খবর পেয়ে ইউএনও মনজুরুল আলম, ওসি মইনুল ইসলাম, স্থানীয় ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান আইএইচটিতে ছুটে আসেন। ইউএনও ও ওসি আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা তাঁদের ক্লাসে ফিরতে অনুরোধ করেন। তবে আন্দোলনরত শিক্ষার্থীরা আন্দোলনরত শিক্ষার্থীরা কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষনা দেন। দুপুর ১২ টার দিকে ইউএনও- ওসিসসহ অন্যরা আইএইচটি থেকে চলে আসেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তাঁদের ছয় দফা দাবি রয়েছে। এ দাবি বাস্তবায়নে কেন্দ্রীয়ভাবে সারা দেশের ১৩ টি আইএইচটিতে এই কর্মসূচি পালিত হচ্ছে। তাঁদের দাবিগুলো হচ্ছে- স্বতন্ত্র পরিদপ্তর গঠন, ডিপ্লোমা ডিগ্রিধারীদের ১০ম গ্রেড (দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা) প্রদান, অগ্রাধিকার ভিত্তিতে ২০১৩ সালের স্থগিত নিয়োগ প্রক্রিয়া চালু, গ্র্যাজুয়েট মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের জন্য নবম গ্রেডের পদ সৃষ্টি, ঢাকা আইএইচটিকে বিশ্ববিদ্যালয় রূপান্তর করে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট শিক্ষকদের নিয়োগবিধি ও অসংগতিপূর্ণ গ্রেড সংশোধন, মেডিকেল টেকনোলজি কাউন্সিল ও ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠন ও বি ফার্মসহ সব অনুষদের বিএসসি ও এমএসসি কোর্স, স্কলারশিপসহ প্রশিক্ষণ ভাতা।

বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসী ও ছাত্র সংগ্রাম পরিষদ আহ্বায়ক হাফিজ আল আসাদ বলেন, আমরা ফার্মেসী ও ল্যাব টেকনোলজি ডিপ্লোমাধারী বৈষম্যের শিকার হচ্ছি। বৈষম্য নিরসনে বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসী ও ছাত্র সংগ্রাম পরিষদের ব্যানারে সকল শিক্ষার্থীরা ৪৮ দিন ধরে আন্দোলন করছি। এতদিন আমাদের দাবি-দাওয়ার কথা সরকারে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়নি। একারণে আমরা গত রোববার থেকে আইএইচটিতে কমপ্লিট শার্টডাউন কর্মসূচি পালন করছি।

হাফিজ আল আসাদ বলেন, আজ মঙ্গলবার তৃতীয় দিনের মতো কমপ্লিট শার্টডাউন চলছে। ইউএনও, ওসি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মহোদয় আজকে আমাদের কাছে এসেছিলেন। ইউএনও মহোদয় আমাদের দাবি-দাওয়ার কথাগুলো তাঁর উর্ধ্বতন কর্মকর্তাদের জানাবেন বলে জানিয়ে ক্লাসে ফিরতে বলেছেন। আমরা কোন আশ্বাস নয়, বাস্তবায়ন চাই নীতিতে অটল রয়েছি। আগামী ২৯ নভেম্বর ঢাকায় কেন্দ্রীয়ভাবে কর্মসূচি রয়েছে। সেখান থেকে পরবর্তী করণীয় সর্ম্পকে ঘোষনা আসবে।

গোপীনাথপুর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির অধ্যক্ষ ডা. মো. আব্দুল কুদ্দুস মণ্ডলকে মঙ্গলবার তাঁর কার্যালয়ে পাওয়া যায়নি। তবে তিনি সাংবাদিকদর মুঠোফোনে জানিয়েছেন, শিক্ষার্থীদের দাবির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। বিষয়টি খুব দ্রুত সমাধান হবে বলে তিনি আশাব্যক্ত করেছেন।

আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুরুল আলম বলেন, গোপীনাথপুর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির শিক্ষার্থীরা কমপ্লিট শার্টডাউন কর্মসূচি পালন করছেন এমন খবর জানার পর মঙ্গলবার সকালে সেখানে গিয়েছিলাম। সেখানে গিয়ে শিক্ষার্থীদের ছয় দফা দাবির কথা জেনেছি। এই দাবিগুলো স্থানীয়ভাবে সমাধান যোগ্য নয়। শিক্ষার্থীদের দাবিগুলোর বিষয়টি জেলা প্রশাসক স্যারকে অবহিত করা হবে। আপাতত শিক্ষার্থীদের ক্লাসে ফিরতে বলা হয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে