রাজশাহী সরকারি মহিলা কলেজে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে স্মরণসভা

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৪; সময়: ৫:৩৮ অপরাহ্ণ |
রাজশাহী সরকারি মহিলা কলেজে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে স্মরণসভা

নিজস্ব প্রতিবেদক : বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। (২৭ নভেম্বর) বুধবার রাজশাহী সরকারি মহিলা কলেজ মিলনায়তনে “বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৪” অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজশাহী সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর জেসমিন আকতার, বিসিএস এডুকেশন ক্যাডার্স কাউন্সিলের সম্পাদক তোফাজ্জল হোসেন মোল্লা, অন্যান্য শিক্ষকবৃন্দ ও আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীবৃন্দ।

২০২৪ সালের জুলাই মাসে বৈষম্যবিরোধী আন্দোলনের সূচনা হয়ে গত (৫ আগস্ট) এ বিগত সরকারের পতনের মাধ্যমে এর পরিসমাপ্তি ঘটে। এই পুরো সময়কালীন ঘটনা প্রবাহ নিয়ে বিভিন্ন বক্তা তাদের মূল্যবান বক্তব্যে ছাত্র জনতার অবদানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং নিজেদের উপর অর্পিত দায়-দায়িত্বপালনে প্রতিজ্ঞা গ্রহণ করেন। বৈষম্যবিরোধী আন্দোলনে প্রত্যক্ষভাবে অংশগ্রহণকারী একজন শিক্ষার্থীর উপস্থিতি অনুষ্ঠানের একটি ভিন্ন মাত্রা যোগ করে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থান-এর সময়ের বিপ্লবী গান ও কবিতা নিয়ে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অধ্যক্ষ দেশ ও জাতি গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে